নয়া দিল্লি: উত্তরপ্রদেশের (Uttarpradesh) লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) হনুমানের আতঙ্কে বিপাকে পড়েছেন কৃষকরা। ফসল নষ্ট করা থেকে বাঁচতে কৃষকরা হরেক কৌশল অবলম্বন করছে। এখন লখিমপুর খেরির এক গ্রামের কৃষকরা বানর তাড়াতে এমন কৌশল অবলম্বন করেছেন যে তা নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে।


উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় বানরের হাত থেকে ফসল বাঁচাতে কৃষকদের ভালুক সাজতে হয়েছে। কৃষকরাই ভালুক হয়ে তাদের ক্ষেত পাহারা দিচ্ছে। লখিমপুর খেরির জাহান নগর গ্রামের কৃষকরা তাদের আখের ফসলের ক্ষতি করতে আসা হনুমানদের প্রতিরোধ করতে ভালুক সেজে পাহারা দিচ্ছেন।         


হনুমান তাড়ানোর জন্য কৃষকরা ভালুক সাজার জন্য ফসল রক্ষায় কৃষকরা অর্থ সংগ্রহ করে হনুমানের পোশাক কিনেছেন। হনুমানরা যাতে ফসলের ক্ষতি করতে না পারে সেজন্য কৃষকরা এই পোশাক পরে মাঠে বসে থাকছেন। ভালুকের পোশাক পরে মাঠে বসে থাকা এক কৃষকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। পোশাক কিনেছেন গজেন্দ্র সিং নামে এক কৃষক। 


তিনি জানান, এলাকায় ৪০-৪৫টি বানর ঘুরে বেড়াচ্ছে এবং ফসলের ক্ষতি করছে। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কর্ণপাত করেনি কেউ। তাই আমরা (কৃষকরা) অর্থ দিয়েছি এবং আমাদের ফসল রক্ষার জন্য ৪ হাজার টাকা দিয়ে এই পোশাকটি কিনেছি। এখন এই পোশাক পরে মাঠে বসে আছি, যাতে হনুমানরা মাঠে না আসে। 




আরও পড়ুন, মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!


জানা গিয়েছে, মাঝে মধ্যে ২৫০ টাকার বিনিময়ে লোক নেওয়াও হচ্ছে। গরমের মধ্যে এই ধরনের রেক্সিনের জামা পরে রোদে বসে থাকতেও কষ্ট হচ্ছে। এই কাজের জন্য যারা নিয়োগ করা হয় তাদের কাছ থেকে আশা করা হয় যে তারা কেবল মাঠে টহল দেবে এবং পশুদের ভয় দেখাবে না বরং ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বেগ ছাড়াই নির্ভয়ে তাদের উপর চার্জ দেবে।                                                                                             


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন