রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে (Murshidbad ) পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে এবার ঘরেই যুদ্ধ তৃণমূলের (TMC)। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর সঙ্গে সরাসরি সংঘাতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যানের পর এবার দলেরই মন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।
হুমায়ুন দলের বিরোধিতা করে নির্দল প্রার্থীদের সমর্থন করায় তোপ দেগেছিলেন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। দল বিরোধী কাজ করতে করতে বিধায়ক ক্লান্ত হয়ে গেছেন। আগুন নিয়ে খেলছেন, ঠেলা সামলাতে পারবেন না বিধায়ক, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিশানা করেন সিদ্দিকুল্লা। সালারে ঢুকে দেখান, কত ক্ষমতা আছে দেখব। মন্ত্রী সিদ্দিকুল্লাকে পাল্টা হুমকি বিধায়ক হুমায়ুনের।
পঞ্চায়েতের টিকিট নিয়ে দলের বিরুদ্ধে তোপ দাগার পরের দিনই মিছিল করে পথে নামলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। দল যাদের প্রতীক দেয়নি, সেই সব আসনে নির্দল প্রার্থীদের জেতানোর ডাক দিয়েছেন তৃণমূল বিধায়ক। টিকিট বিলি নিয়ে গতকালই দলের শাওনি সিংহ রায়-সহ জেলা ও রাজ্য নেতৃত্বকে নিশানা করেন হুমায়ুন।
ভরতপুর বিধানসভা এলাকার সালারে দলীয় ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনকে বাদ দিয়ে প্রাক্তন ব্লক সভাপতি ও জেলা পরিষদের নির্দল প্রার্থী মহম্মদ আজহারউদ্দিন ওরফে সিজারকে নিয়ে মিছিল করলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলের নির্দেশকে উপেক্ষা করে খোলাখুলি নির্দলদের সমর্থন করার কথা ঘোষণাও করেছেন হুমায়ুন।
অন্যদিকে, মনোনয়ন পর্বের প্রথম দিনের পর, শেষ দিনেও খুন মুর্শিদাবাদে। নবগ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে ও গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। হজবিবিডাঙার তৃণমূলের অঞ্চল সভাপতি মোজাম্মেল শেখ, রাতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, তখন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে প্রথমে বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। পরে গুলি করে খুন করা হয়। মারধর করা হয় নিহত তৃণমূল নেতার সঙ্গে থাকা, পঞ্চায়েতের এক প্রার্থী-সহ তিনজন তৃণমূল কর্মীকে। তাঁদের দেখতে হাসপাতালে যান নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল। অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। তাদের পাল্টা দাবি, ওই হজবিবিডাঙায় কংগ্রেস প্রার্থী রমজান শেখের বাবা, মেহেরুল্লাহ শেখকে বেধড়ক মারধর করেছে তৃণমূল। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রথমে কংগ্রেসের উপর হামলা চালায় তৃণমূল। এরপরই পাল্টা হামলা চালায় কংগ্রেস। মৃত্যু হয় তৃণমূলের অঞ্চল সভাপতির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন