তারকেশ্বরে বাজারে বসতে দিচ্ছেন না তৃণমূল নেতা, সবজি বিক্রেতাদের নিয়ে থানা ঘেরাও বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2020 02:18 PM (IST)
যদিও তৃণমূল দাবি করেছে, গোটা ঘটনায় অন্যায়ভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে।
হুগলি: হুগলির তারকেশ্বরে জনৈক তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে স্থানীয় সবজি বিক্রেতাদের নিয়ে থানা ঘেরাও করল বিজেপি। তাদের কটাক্ষ, কৃষি আইনের বিরোধী তৃণমূলই কৃষকদের ওপর অত্যাচার করছে। ওই নেতা সবজি বিক্রেতাদের বাজারে বসে ব্যবসা করতে দিচ্ছেন না বলে অভিযোগ। তারকেশ্বরের সবজি ব্যবসায়ীরা দাবি করেছেন, করোনা পরিস্থিতির জন্য তাঁদের তারকেশ্বর স্টেশনের পাশের বাজারের পরিবর্তে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। আনলকের জেরে ওই বাজার চালু হওয়ায় ফের সেখানে বসে সব্জি বিক্রি করতে শুরু করেন তাঁরা। অভিযোগ, সেই সময় সব্জি বিক্রেতাদের একাংশকে বাধা দেন তারকেশ্বর পুরসভার বিদায়ী উপ পুরপ্রধানের ভাই তথা স্থানীয় তৃণমূল নেতা রতন কুণ্ডু। এর প্রতিবাদে অভিযোগকারী সব্জি বিক্রেতাদের নিয়ে এদিন থানা ঘেরাও করে বিজেপি। যদিও তৃণমূল দাবি করেছে, গোটা ঘটনায় অন্যায়ভাবে রাজনৈতিক রং লাগানো হচ্ছে।