Farmers' Protest LIVE Updates: বেলা ১১টা থেকে ১১ জন কৃষক রোজ অনশনে বসবেন, চলবে ২৪ ঘণ্টা, জানালেন বিক্ষোভকারীরা

হরিয়ানার কোনও রাজপথে ২৫-২৭ তারিখ কৃষকরা টোল দেবেন না, জানিয়েছেন কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়ালা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 21 Dec 2020 11:00 AM
কৃষি আইনের সমর্থনে গাজিয়াবাদ পৌঁছলেন কয়েকশো কৃষক




কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ২৫ দিন ধরে দিল্লি সীমানায় বিক্ষোভ দেখাচ্ছেন এক শ্রেণির কৃষক। এরই মধ্যে কৃষি আইনের সমর্থনে ময়দানে নামলেন কয়েকশো কৃষক। ইন্দিরাপুরম, গাজিয়াবাদের রামলীলা মাঠে কৃষি আইনের সমর্থনে সমাবেশ করছেন তাঁরা। এই সমাবেশে যোগ দিতে ৪০০ ট্রাক্টর ও ট্রলি করে মেরঠ থেকে গাজিয়াবাদ এসেছেন কৃষকরা। এঁরা বেশিরভাগ এসেছেন মেরঠ, মুজফফরনগর, বিজনৌর, সাহারানপুর, বাগপত ও বুলন্দশহর থেকে।
কৃষক নেতা সৎনাম সিংহ জানিয়েছেন, বেলা ১১টা থেকে ১১ জন কৃষক মঞ্চে অনশনে বসবেন। মঙ্গলবারও অন্য ১১ জন অনশনে বসবেন ১১টা থেকে। গোটা দেশের ১০০টি জায়গায় এভাবে ২৪ ঘণ্টা চলবে ভুখ হরতাল। এভাবে তিনদিন অনশন চলবে।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ অনশনে বসছেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। আন্দোলনরত সংগঠনগুলি ঘোষণা করেছে, সবকটি আন্দোলনস্থলে কৃষকরা আজ একদিনের জন্য রিলে অনশন করবেন। হরিয়ানার কোনও রাজপথে ২৫-২৭ তারিখ কৃষকরা টোল দেবেন না, জানিয়েছেন কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়ালা।

মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি তুলে দেওয়ার চেষ্টা হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। যদিও একই সঙ্গে তাঁর দাবি, মুষ্টিমেয় কিছু লোক রাজনৈতিক কারণে কৃষি আইনের বিরোধিতা করছে, তাদের কৃষকদের প্রতিনিধি বলার কোনও কারণ নেই। তিনি বলেছেন, ২০২২-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ যে কোনও ইস্যুর বিরোধিতা করতে পারে কিন্তু সড়ক বন্ধ করে চাপ সৃষ্টির চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.