নয়াদিল্লি: এবার আত্মহত্যার পথ বেছে নিলেন সিঙ্ঘু সীমান্তে আন্দোলনকারী এক কৃষক। কেন্দ্রের সঙ্গে কৃষকদের সংঘাতের আবহে এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, আত্মঘাতী ওই কৃষকদের নাম অমরিন্দর সিংহ। পুলিশ সূত্রে খবর, বিষ খেয়ে আত্মহত্যা করেন ৫০ বছর বয়সী ওই কৃষক।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধে নাগাদ আত্মহত্যা করেন তিনি। তৎক্ষণাত, তাঁকে ভর্তি করা হয় সোনপথ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ। ঘটনার নেপথ্যে কী আছে তা খতিয়ে দেখছে পুলিশ। আদৌ এর সঙ্গে আন্দোলনের যোগ আছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে খবর।
আন্দোলনরত কৃষক আত্মহত্যার ঘটনা নতুন নয়। গাজিপুর সীমান্তে চলতি মাসেই আত্মহত্যা করেন আরেক কৃষক। তাঁর নাম কাশ্মীর সিংহ। উত্তরপ্রদেশের রামপুরের বাসিন্দা ওই ব্যক্তির বয়স ৭৫ বছর। পঞ্জাবের জালালাবাদের এক আইনজীবী টিকরি সীমান্তে আত্মহত্যা করেন। একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। যেখানে লেখা ছিল কৃষক আন্দোলনের সমর্থনে জীবন ত্যাগ করলাম। গত বছর ডিসেম্বরে গুর্লাব সিং নামে ২২ বছর বয়সি এক কৃষক আত্মহত্যা করেন।
উল্লেখ্য, গত বছর ২৬ নভেম্বর থেকে কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলনে বসেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যে আট দফায় বৈঠক হয়েছে। কিন্তু তাতেও কোনও সমাধান পাওয়া যায়নি। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন বলে হুঁশিয়ারির দিয়েছেন কৃষকরা। রাজভবনের সামনে হবে পিকেটিং।
আন্দোলনকারীরা জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর নিয়ে দিল্লিতে প্যারেড করবেন বিক্ষোভকারীরা। নতুন বছরে পদার্পণ করলেও এখনও মিলল না কৃষকদের সমস্যার সমাধান সূত্র। কৃষকরা আগেই জানিয়েছেন, ৬ জানুয়ারি থেকে আগামী ১৫ দিনের জন্য নতুন দাবি নিয়ে আন্দোলনে হবে। সেই অনুযায়ী শুরু হয়েছে মহড়াও। রাস্তা আটকে দিল্লির ৬ সীমান্তে হচ্ছে এই মহড়া।
সিঙ্ঘু সীমান্তে আত্মহত্যা আন্দোলনরত কৃষকের, তদন্তে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2021 07:35 AM (IST)
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধে নাগাদ আত্মহত্যা করেন তিনি। তৎক্ষণাত, তাঁকে ভর্তি করা হয় সোনপথ হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ।
ফাইল ছবি
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -