কলকাতা: উৎসবের মরশুম চলছে ঠিকই, কিন্তু এই বছরটা তো আর সব বছরের থেকে একেবারেই আলাদা। কারণ, মনে উৎসবের আনন্দ উদযাপনের ইচ্ছে থাকলেও করোনা মহামারীর আতঙ্কে, আশঙ্কায় দরকার ছাড়া সেভাবে বাজারে ঘুরে ঘুরে শখের জিনিসপত্র কেনা থেকে মানুষ বিরত রেখেছেন নিজেকে। আর এই কারণে অনলাইনে কেনাকাটা আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বেশিরভাগ কেনাকাটা অনলাইনেই হচ্ছে। আর এই পরিস্থিতিতে ই-কমার্স সংস্থাগুলি অনলাইনে নিয়ে আসছে দুর্দান্ত সব অফার। ফ্লিপকার্টে ২৯শে অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে দিওয়ালির সেল, যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এই সেলে স্মার্টফোনে উল্লেখযোগ্য রকমের ছাড় পাওয়া যাচ্ছে।একবার অফারগুলির দিকে চোখ বুলিয়ে নেওয়া যেতেই পারে। ২৫ হাজার টাকা পর্যন্ত দামে একটি ভাল ফোন কেনার পরিকল্পনা যদি করে থাকেন, তবে ফ্লিপকার্টে মিলে যেতে পারে বেশ ভাল রকমের ছাড়।


স্যামসাং গ্যালাক্সি এম৫১ ফোনে প্রচুর ছাড় পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোনে রয়েছে এএমওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর এবং ৭ হাজার এমএএইচ ব্যাটারি। সেল চলাকালীন এই ফোনটি মিলবে ২৪ হাজার ৪৯৯ টাকায়।


দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে ফাস্ট চার্জিং এবং বেশি স্টোরেজের ফোন কিনতে চাইলে পিওসিওএক্স২ কেনা যেতে পারে। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর,  ১২০হার্জ ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেল  কোয়াড ক্যামেরা সেটআপ। এই ফোনটি 16,499 টাকায় পাওয়া যাবে সেলে।


দুর্দান্ত ক্যামেরা ফোন হিসাবে মটোরোলা ওয়ান ফিউশন প্লাস ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। এই স্মার্টফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল  কোয়াড ক্যামেরা সেটআপ। পাশাপাশি থাকছে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর। অফারে এই ফোনটি ১৬ হাজার ৪৯৯ টাকায় কিনতে পারেন।


 ডুয়াল স্ক্রিন ফোন কিনতে চাইলে এলজি জি৮এক্স একটি ভাল বিকল্প হতে পারে। এই ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। সেলে এই ফোনটি ২৪ হাজার ৯৯০ টাকায় বিক্রি করা হচ্ছে। গত ৩ নভেম্বর থেকে ফ্লিপকার্ট সেলে ফোনটি বিক্রি শুরু হয়েছে।


আবার, ভিভো ভি২০ ফোনটি ২৪ হাজার ৯৯০ টাকায় কিনতে পারা যাবে। এই ফোনে মিলবে এএমওএলইডি  ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭২০জি  প্রসেসর এবং ৪৪ মেগাপিক্সেল  ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটি এক্সচেঞ্জ অফারে 2,500 টাকার অতিরিক্ত ছাড়ে কেনার সুযোগও পাওয়া যাচ্ছে।