নিউ দিল্লি : GST কাউন্সিলের বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের এই অভিযোগ নস্যাৎ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। গতকাল রাজধানীতে এই বৈঠক হয়।


এনিয়ে অমিত মিত্রের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে পাঠানো চিঠির প্রসঙ্গে একাধিক ট্যুইট করেন অনুরাগ ঠাকুর। গত দুই বছর ধরে অর্থ প্রতিমন্ত্রী থাকার দরুণ তিনি দেখেছেন যে, GST কাউন্সিলের বৈঠকে কাউকেই বলতে বাধা দেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 


ট্যুইটারে অনুরাগ লেখেন, তিনি(নির্মলা সীতারমণ) ধৈর্য্য ধরে প্রত্যেক বক্তাকে ততটাই সময় দেন, যতটা তাঁদের প্রয়োজন। এমনকী যদি আলোচনা দীর্ঘক্ষণ চলে, তাতেও।


অমিত মিত্র দাবি করেন যে, নির্মলা সীতারমণ GST কাউন্সিলের সিদ্ধান্ত ঘোষণা করার পর বারবার তিনি আপত্তি জানানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, তাঁর "মুখ বন্ধ করে দেওয়া হয়, সচিব বৈঠক শেষ করে দেন এবং ভার্চুয়াল লিঙ্ক কেটে দেওয়া হয়।"


এপ্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন, অমিত মিত্রর ভিডিও কনফারেন্সিংয়ের মতো ঠিকঠাক সংযোগ ছিল না। রেভিনিউ সচিব অমিত মিত্রকে জানিয়েছিলেন যে, তাঁর লাইন কেটে কেটে যাচ্ছে। তাঁর কথা শোনা যাচ্ছে না। 


এমনকী বৈঠকের শেষে অর্থমন্ত্রী কাউন্সিলের কাছে জানতে চান, আর কেউ বলতে চান কি না বা তাঁদের মন্তব্য জুড়তে চান কি না। কিন্তু, বাংলার মন্ত্রী তখন কোনও উত্তর দেননি, চুপ ছিলেন। অনুরাগ বলেন, অমিত মিত্র আবার চুপ থাকেন এবং কথা বলেননি। কাউন্সিলের একজন সিনিয়র সদস্যের কাছে এই ধরনের বক্তব্য অপ্রত্যাশিত। এই GST কাউন্সিল কোনও বিতর্কে সব রাজ্যের বক্তব্যকে ইতিবাচকভাবে গ্রহণ করে। এটাই হয়ে আসছে এবং আগামীদিনেও তা চলবে।


প্রসঙ্গত, গতকাল জিএসটি কাউন্সিলের ৪৪-তম বৈঠকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বৈঠকে স্থির হয়, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘অ্যামফোটেরিসিন বি’-র উপর থেকে জিএসটি তুলে নেওয়া হবে। এই ওষুধটি করমুক্তভাবেই বিক্রি করা হবে। এছাড়া ইলেকট্রিক ফার্নেস ও শরীরের তাপমাত্রা মাপার যন্ত্রের উপর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে। অ্যাম্বুল্যান্সের উপর জিএসটি ১২ শতাংশ করা হচ্ছে।