আমেদাবাদ: প্রার্থনার সময় একদল বিদেশি পড়ুয়ার উপর হামলার অভিযোগে উত্তাল গুজরাতের এক বিশ্ববিদ্যালয় (Foreign Student Attacked In Gujarat University)। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর। ঘটনায় এফআইআর লজ করা হয়েছে বলেও জানা ডানা যাচ্ছে। আমেদাবাদের কমিশনার অফ পুলিশ জি এস মালিকের আশ্বাস, অভিযুক্তদের শাস্তির ব্য়বস্থা করা হবে। তবে যে ভাবে বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে বিদেশি পড়ুয়াদের উপর হামলা চলেছে, তাতে অনেকেই স্তম্ভিত। 


পুলিশের দাবি...
আমেদাবাদের কমিশনার অফ পুলিশ জি এস মালিক বলেন, 'গত কাল, শনিবার, রাত সাড়ে দশটা নাগাদ একদল পড়ুয়া তখন প্রার্থনা করছিলেন। ২০-২৫ জনের একটি দল এসে হঠাৎ তাঁদের উপর চোটপাট শুরু করে। জানতে চায়, কেন এখানে তাঁরা প্রার্থনা করছেন? এও বলে দেওয়া হয়, প্রার্থনা করতে হলে ধর্মীয় স্থানে গিয়ে করুন তাঁরা। দু'পক্ষের মধ্যে বচসা বাধে। সেখান থেকে পাথর ছোড়া শুরু হয়। বহিরাগতরা এই পড়ুয়াদের ঘরদোরও তছনছ করে।' প্রশাসনের বক্তব্য়, গত কালের এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। ২০-২৫ জনের নামে এফআইআর করা হয়েছে। আমেদাবাদের পুলিশকর্তা আরও বলেন, 'যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে এক জনকে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।' বচসা ও তা থেকে অশান্তির ঘটনায় শ্রীলঙ্কা এবং তাজিকিস্তানের দুই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আর যা...
প্রশাসনের বক্তব্য, যে বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে, ,সেখানে অন্তত শ'তিনেক পড়ুয়া পড়াশোনা করেন। অশান্তির খবর আসতেই গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সংঘাভি পুলিশ-প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, উজবেকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা থেকে আসা পড়ুয়াদের একাংশ নিজেদের ঘরেই প্রার্থনা করছিলেন। বিশ্ববিদ্যালয় চত্বরে কোনও প্রার্থনার জায়গা না থাকায় এভাবেই প্রার্থনা করছিলেন তাঁরা। সেই সময় বাইরে থেকে ২০-২৫ জন এসে চড়াও হয় তাঁদের উপর, এমনই অভিযোগ। তাদের হাতে লাঠি ও ছুরি ছিল বলেও শোনা যাচ্ছে। হস্টেলের নিরাপত্তারক্ষীরা ওই বহিরাগতদের বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। তাঁকে ধাক্কা মেরে ভিতরে ঢুকে আসে বহিরাগতরা। বচসা ও সেখান থেকে যখন অশান্তি যখন তুঙ্গে পৌঁছেছে, তখন ওই বিশ্ববিদ্যালয়েরই অন্য পড়ুয়ারা সাহায্য়ের জন্যও এগিয়ে এসেছিলেন বলে জানাচ্ছেন আক্রান্তেরা। কিন্তু বহিরাগতদের হামলা থেকে তাঁরাও রেহাই পাননি। লোকসভা ভোটের আগে খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে এমন ঘটনা ঘিরে হইচই।


আরও পড়ুন:অসুস্থতার খবর ওড়ালেন বিগ বি? প্রকাশ্যে এল 'ক্রু' ছবির ট্রেলার, বিনোদনের সারাদিন