কলকাতা: রাজাবাজার চালপট্টিতে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে খবর, দুপুর দুটো পনেরো নাগাদ চালপট্টিতে কালো ধোঁয়া দেখা যায়। এলাকার মানুষই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা। সংলগ্ন এলাকায় প্রচুর বাড়ি ও দোকান থাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুন লাগার খবর পেয়ে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। পুলিশ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরানোর চেষ্টা করছে। যে জায়গা জুড়ে আগুন লেগেছে, তাতে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুনের উৎসে পৌঁছনোর চেষ্টায় দমকল বাহিনী। তবে, এই মুহূর্তে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। আগুনের শিখা দেখা না গেলেও, চারদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালপট্টি পুরোটাই প্রায় আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বহু দোকান ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিক অনুমান। স্থানীয় বাসিন্দারা দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন।