মুম্বই: গতরাত থেকে জ্বলছে মুম্বইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার। সে সময় মলে প্রায় ৫০০ লোক ছিলেন। ঠিক সময়ে তাঁদের বার করে আনা হয়েছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।


দূর থেকে দেখা যাচ্ছে সিটি সেন্টারের আগুন। মলের আশপাশের দোকানপাট খালি করে দেওয়া হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, মলের তিনতলায় একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে, তা ছড়িয়ে পড়ে গোটা তলায়। তবে এতে কারও হতাহত হওয়ার খবর নেই।


ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, ফলে ধোঁয়ায় ভরে যায় গোটা মল। ফলে দমকল কর্মীরা মলের কাচ ভেঙে ধোঁয়া বাইরে আনেন। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল ও মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর।