কলকাতা : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাংলার একজন কৃতি সন্তান সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ভারতের কৃতি সন্তান। কিন্তু, আদর্শগত ব্যাপারে, নীতিগত ব্যাপারে তাঁর ভাবধারার সঙ্গে সহমত নই।" আজ এই মন্তব্য করলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। 


আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে ভারতের এই কৃতি সন্তানকে সম্মান জানানো হয়। জাতীয় সংহতির পিছনে এই নেতার উদ্যোগ কখনোই ভোলার নয়, শ্যামাপ্রসাদকে সম্মান জানিয়ে ট্যুইটারে লেখেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ফিরহাদ বলেন, "বিজেপির অনেক দেরিতে ভাব উদয় হয়েছে। যখন বাংলা দখলের স্বপ্ন দেখেছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলার মানুষ বলেছেন, না।"


দিলীপ ঘোষের 'পশ্চিম বাংলাদেশ' মন্তব্যের পাল্টা তিনি বলেন, “এটা কখনই নয় যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে বাংলা পাকিস্তান হয়ে যেত। মুর্শিদাবাদ ৯০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা। যা পাকিস্তানে চলে গিয়েছিল। মুর্শিদাবাদের মানুষ বলেছিল, আমরা ভারতের মানুষ। তারপর তিনদিন পর আবার ভারতে যুক্ত হয়েছিল। এই যে এরা ধর্মান্ধতার পথে নিয়ে যাচ্ছে সমাজকে, এসব বাংলা তথা ভারতের কৃষ্টি-সংস্কৃতি নয়।"


ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ১৯৫১ সালে এর প্রতিষ্ঠা হয়। শ্যামাপ্রসাদ প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভার শিল্প ও সরবরাহ দফতরের মন্ত্রী ছিলেন। বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, লিয়াকত আলি খানের সঙ্গে দিল্লি চুক্তি ইস্যুর জেরে ১৯৫০ সালের ৬ এপ্রিল মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শ্যামাপ্রসাদ। এর পর ১৯৫১-র ২১ অক্টোবর দিল্লিতে ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠা করেন। তিনি এর প্রথম সভাপতি হন। ১৯৫৩ সালে কাশ্মীর যান তিনি। ১১ মে সেখানে তাঁকে গ্রেফতার করা হয়। বন্দিদশায় ২৩ জুন তাঁর মৃত্যু হয়। 


শ্যামাপ্রসাদের মৃত্যুবার্ষিকীতে কংগ্রেসকে নিশানা করেছেন তথাগত রায়। রহস্যমৃত্যুর পর কোনও তদন্ত কমিশন না গড়ার জন্য দায়ী নেহরু, অভিযোগ করেন বিজেপি নেতা। দেশের অখণ্ডতা নিয়ে প্রশ্ন উঠেছে, এই সময়ে শ্যামাপ্রসাদকে স্মরণ করা জরুরি, মত রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের।