ছবিতে সিদ্ধার্থ ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায়। সেই বিক্রম বাত্রা, কার্গিল যুদ্ধে যাঁর অসামান্য বীরত্বের সাক্ষী পাকিস্তানিরা তাঁর নাম রেখেছিল শেরশাহ। সেই যুদ্ধেই মারা যান বিক্রম। কিন্তু এ দেশের বীরগাথার ইতিহাসে তাঁর নামও জায়গা করে নিয়েছে।
ছবির পোস্টার শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, ক্যাপ্টেন বিক্রম বাত্রার আত্মবলিদান ও বীরত্বের সফরকে বড় পর্দায় তুলে ধরার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানজনক। ক্যাপ্টেনের জীবনের সফরকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাঁর নানা অজানা কথা নিয়ে আসছি।
ছবিতে সিদ্ধার্থের বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী। এটি তৈরি করছে কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশন। ৩ জুলাই মুক্তি পাবে শেরশাহ।