সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : পেট্রাপোল বন্দর দিয়ে প্রতিদিন যে পণ্যবাহী ট্রাক যায় এত দিন সেই সমস্ত ট্রাকের চালক ছিল পুরুষ। এই প্রথম বার কোন মহিলা ট্রাক চালক পণ্যবাহী ট্রাক নিয়ে পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে পন্য নিয়ে গেলেন।
বন্দর সূত্রে খবর, রবিবার সকাল সাড়ে ১০ :৩০ নাগাত তামিলনাড়ুর অন্নপূর্ণা রানি রাজকুমার পন্যবাহী ট্রাক নিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে পেট্রাপোল বন্দরে আসেন এবং বাংলাদেশে যান। প্রথম মহিলা ট্রাক চালক পণ্য নিয়ে বাংলাদেশে যাওয়ার বন্দরের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা যানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন পেট্রাপোল ল্যান্ড পোর্ট অথরিটির ম্যানেজার কমলেশ সাইনি।
সাইনি বলেন, পেট্রাপোল বন্দরের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক দিন। প্রথম মহিলা ট্রাক ড্রাইভার পন্য নিয়ে বাংলাদেশে গেলেন। তার জন্য বন্দরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। তাঁরা আশাবাদী, আগামী দিনে আরও মহিলা ড্রাইভার অনুপ্রাণিত হবেন ট্রাক নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য।
খুব কম হলেও অন্নপূর্ণার মতো আরও অনেক ট্রাক ড্রাইভার আছেন। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, সম্ভবত যোগিতা রঘুবংশীই প্রথম মহিলা ট্রাক ড্রাইভার, যিনি ট্রাক ড্রাইভারের পেশা বেছে নেন। ২০০৬ সালে ভারতের তিনি ভারী যানবাহন চালানোর লাইসেন্স পান। তারপর প্রথম মহিলা ট্রাক ড্রাইভার হিসেবে তাঁর আত্মপ্রকাশ। সে-সময় তাঁকে নিয়ে খুবই চর্চা হয়েছিল। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতেই এই পেশা বেছেছিলেন যোগিতা। এরপর যোগিতার মতো আরও মহিলাদের দেখা গিয়েছে ভারতে বিভিন্ন প্রান্তে ট্রাক চালাতে। এবার পেট্রোপল সীমানা পার করে নজির গড়লেন অন্নপূর্ণা ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন :
কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?