Gaza Strike : গাজা শহরের আল-শিফা হাসপাতালের কাছে হামলা চালিয়েছে ইজরায়েল। আর এই ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৫ জন সাংবাদিকের যাঁরা সকলেই আল জাজিরায় কর্মরত ছিলেন। আল জাজিরার তরফে জানানো হয়েছে নিহদের মধ্যে ছিলেন করসপনডেন্ট আনাস আল-শরিফ এবং মহম্মদ কুরেইকেহ। এছাড়াও ছিলেন আল জাজিরার ক্যামেরাম্যান ইব্রাহিম জাহির, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নউফাল। আল-শিফা হাসপাতালে মূল গেটের বাইরে সংবাদমাধ্যমের একটি তাঁবু ছিল। সেটিকে লক্ষ্য করেই হামলা চালায় ইজরায়েল। আর এই হামলায় মৃত্যু হয়েছে মোট ৭ জনের। তাঁদের মধ্যেই ছিলেন আল জাজিরার ৫ জন। 

এই হামলার অল্প কিছুক্ষণ পরেই ইজরায়েলি সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে সাংবাদিক আনাস আল-শরিফকে নিশানা করে তারা হামলা চালিয়েছে। তবে নিহত ওই রিপোর্টারকে 'জঙ্গি' তকমা দিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। ওই রিপোর্টার হামাসের একটি জঙ্গি সেলের প্রধান হিসেবে কাজ করছিলেন বলে দাবি করেছে ইজরায়েল। ২৮ বছরের আনাস আল-শরিফ তাঁর মৃত্যুর আগের বেশ কিছু মুহূর্ত এক্স মাধ্যমে পোস্ট করেছিলেন। গাজা শহরে ইজরায়েলের বোমাবর্ষণের তীব্রতা সম্পর্কে রিপোর্টিং করেছিলেন আল-শরিফ। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পর তাঁর অ্যাকাউন্ট থেকে প্রকাশিত হয়েছে একটি পোস্ট। এই বার্তা আগে থেকেই আল-শরিফের এক বন্ধু লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন। 

আনাস আল-শরিফের লাস্ট পোস্ট 

এক্স মাধ্যমে আল-শরিফ লিখেছিলেন, 'যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছয়, তাহলে জানবেন ইজরায়েল আমায় হত্যা করতে এবং আমার কণ্ঠস্বর স্তব্ধ করতে সফল হয়েছে।' বিগত ২২ মাস ধরে গাজায় চলছে যুদ্ধ। সেখানে বারবার নিশানা হয়েছিলেন সাংবাদিকরা। তার সাম্প্রতিকতম নিদর্শন এবারের এই ঘটনা। বিগত ২২ মাসের সংঘর্ষে, প্রায় ২০০ জন মিডিয়া কর্মী নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবামাধ্যম সূত্রে খবর।

ইজরায়েলের হামলায় নিহত আনাস আল-শরিফ- কে আল জাজিরা নিজেদের সাংবাদিক বলে দাবি করলেও ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, তিনি একজন সাংবাদিকের ছদ্মবেশে থাকা সন্ত্রাসী এবং হামাসের জঙ্গি।