নয়াদিল্লি: সাধারণ সেভিংস অ্যাকাউন্টে রাখলে পাবেন না ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit)মতো সুদ। লাভের অঙ্ক বেশি হওয়ায় দেশের মধ্যবিত্তের কাছে আমানতের বড় হাতিয়ার Bank FD। সাধারণভাবে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার কম হলেও সিনিয়র সিটিজেনদের জন্য ৭ শতাংশ সুদ দিচ্ছে কিছু বেসরকারি ব্যাঙ্ক। জেনে নিন সেই ব্যাঙ্কগুলির নাম ও সুদের হার।
YES Bank
ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ সিনিয়র সিটিজেনদের জন্য সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। তবে সেই ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের জন্য টাকা রাখতে হবে ব্যাঙ্কে। কোনও ব্যক্তি ১ লক্ষ টাকা জমা করলে তিন বছর পর তা ১লক্ষ ২৩ হাজার টাকায় দাঁড়াবে। কোনও বেসরকারি ব্যাঙ্কের FD-র ক্ষেত্রে সবথেকে ভালে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক।
RBL Bank
আগে Ratnakar Bank বলেই RBL-ব্যাঙ্ককে চিনত সবাই। এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে বছরে ৬.৮০ হারে সুদ পাবেন গ্রাহক। তবে এই ক্ষেত্রেও নিয়ম কেবল প্রবীণনাগরিকদের জন্যই সীমাবদ্ধ। তিন বছরের জন্য ১ লক্ষ টাকা রাখলে তাহলে মেয়াদ শেষে ২২ হাজার টাকা সুদ পাবেন সিনিয়র সিটিজেনরা।
IndusInd Bank
এই ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিট করলে পাবেন ৬.৫০ শতাংশ সুদ। তিন বছরের জন্য ১ লক্ষ টাকা রাখলে তাহলে মেয়াদ শেষে ২১ হাজার টাকা সুদ হিসাবে পাবেন প্রবীণ নাগরিকরা। তবে এই ক্ষেত্রে ন্যনতম ১০ হাজার টাকা ফিক্সড করতে হয় গ্রাহকদের।
DCB Bank
এই ব্যাঙ্কে টাকা রাখলে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৪৫ শতাংশ সুদ। এখানেও তিন বছরের জন্য ১ লক্ষ টাকা রাখলে তাহলে মেয়াদ শেষে ২১ হাজার টাকা সুদ হিসাবে পাবেন প্রবীণ নাগরিকরা।
IDFC Bank
তিন বছরের জন্য এই ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা টাকা রাখলে পাবেন ৬.২৫ শতাংশ সুদ।তিন বছরের জন্য ১ লক্ষ টাকা রাখলে তাহলে মেয়াদ শেষে ২০ হাজার টাকা সুদ হিসাবে পাবেন প্রবীণ নাগরিকরা। মোট টাকার পরিমাণ দাঁড়াবে ১লক্ষ ২০ হাজার টাকা।
আরও পড়ুন : SBI Customer Update: ৩৪২ টাকা দিয়ে পাবেন ৪ লাখের সুবিধা, পথ দেখাচ্ছে SBI
আরও পড়ুন : SBI Pensioners Update: ভিডিয়ো কলে জমা দেওয়া যাবে Life Certificate, সহজ কয়েক ধাপে পাবেন সমাধান