টেক অফের পরেই আগুন ধরে যায় বিমানের ইঞ্জিনে। বাধ্য হয়েই জরুরি অবতরণ করতে হয় পাইলটদের। বিমান নামার পরেই অবশ্য আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে এবং এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, অ্যাটলান্টা যাচ্ছিল একটি ডেল্টা বিমান (DL446)। কিন্তু টেক অফের পরেই লস এঞ্জেলস বিমানবন্দরে ওই ডেল্টা বিমানের জরুরি অবতরণ করানো হয়। কারণ টেক অফের পরেই বিমানের বাঁদিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। তবে লস এঞ্জেলস বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
লস এঞ্জেলসের আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই উড়েছিল ওই ডেল্টা বিমান। কিন্তু প্লেন টেক অফের পরমুহূর্তেই বোঝা যায় বাঁদিকে ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। তৎক্ষণাৎ ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের বাঁদিকের ইঞ্জিনে যে আগুন ধরে গিয়েছে তা প্রথমে বুঝতে পারেন পাইলটরাই। এরপর বিমানের ক্রু- এর তরফে ইমার্জেন্সি ল্যান্ডিং ঘোষণা করা হয় এবং বিমানটিকে লস এঞ্জেলস বিমানবন্দরেই ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতোই অ্যাটলান্টাগামী ডেল্টা বিমান (DL446) লস এঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের তরফে বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের বার্তা দেওয়া হয়। এয়ারপোর্ট ইমার্জেন্সি সার্ভিসকেও সজাগ থাকার বার্তা দেওয়া হয়। তারপর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সহায়তাতেই ওই বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে।
কদিন আগেই ঘটেছে একটি বিমান দুর্ঘটনা
টেক অফের পরই ফের ভেঙে পড়েছিল বিমান। লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ঘটেছিল দুর্ঘটনা। জানা যায়, একটি ছোট যাত্রীবাহী জেট ভেঙে পড়েছিল। বিমান ভেঙে পড়ার মুহুর্তের একটি ছবি দেখা প্রকাশ্যে এসেছিল। আগুনের গোলা এবং কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখা গিয়েছিল এসেক্স অঞ্চলে। জানা গিয়েছিল, Beech B200 Super King Air- এই বিমানটি ভেঙে পড়েছে। নেদারল্যান্ড যাচ্ছিল এই বিমানটি। টেক অফের পরমুহূর্তেই ভেঙে পড়েছিল এই বিমান। এই বিমানে কতজন যাত্রী ছিলেন এবং তাঁরা কী অবস্থায় রয়েছেন, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।