নয়াদিল্লি: ঘন কুয়াশায় ঢাকা রাজধানী দিল্লি (Delhi)। চলছে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার তাপমাত্রা নেমেছে ৭-এর ঘরে। গোটা উত্তর ভারত শীতে জবুথবু। ঘন কুয়াশার প্রভাব পড়েছে ট্রেন এবং বিমান পরিষেবা। জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। 


 





এদিন ভোর থেকে কুয়াশার চাদরে মোড়া ছিল দিল্লি-এনসিআর। দিল্লি তো বটেই একইসঙ্গে উত্তর ভারতজুড়ে শৈত্যপ্রবাহ জারি। যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কুয়াশার জেরে দিল্লি থেকে ছাড়া ২৮টি ট্রেন দেরিতে চলছে। বিমান ওঠানামাতেও প্রভাব পড়েছে। দৃশ্যমানতা কমে গিয়েছে একেবারেই। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি। যদিও বেলা বাড়তে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। 


উত্তর ভারতে কনকনে ঠান্ডা: দিল্লির মতোই হাড় কাঁপানো ঠান্ডা রাজস্থানে। রয়েছে ঘন কুয়াশাও। ফতেপুরে তাপমাত্রা নেমেছে ১.৬ ডিগ্রিতে। গতকাল রাতে আলোয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা একইরকম আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। একইভাবে হরিয়ানা ও পঞ্জাবে চলছে শৈত্যপ্রবাহ। 


এদিকে ভরা মাঘে এরাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এরই মধ্যে কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। এবারের শীতে এই প্রথম ১১-র ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়।                            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: South Bengal Weather: উত্তুরে হাওয়ায় কাঁপুনি, জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে