মুম্বই: আজকের কথা নয়। প্রায় সাড়ে তিন দশক আগে ১৯৮৬ সালে মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত ছবি ‘নাগিন’। দীর্ঘ বছরের অপেক্ষার পর ফের বড় পর্দায় দেখা যাবে ‘ইচ্ছেধারী নাগিন’-এর গল্প। এবার ‘ইচ্ছেধারী নাগিন’-এর ভূমিকায় শ্রদ্ধা কপূর। আসতে চলেছে ‘নাগিন’ ট্রিলজি। এমন সুপারন্যাচরাল চরিত্রে কাজ করতে যে তিনি তুমুল উৎসাহী তা শ্রদ্ধা বারবারই বলেছেন। অবশ্য এই খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ট্রোলড হন শ্রদ্ধা।
এবারে অবশ্য প্রযোজক নিখিল দ্বিবেদীর দৌলতে বড় পর্দায় ফিরতে চলেছে শ্রদ্ধা অভিনীত ‘নাগিন’। যদিও একতা কপূর ইতিমধ্যেই ছোট পর্দায় নিয়ে এসেছেন ‘নাগিন’। তবে খুব শীঘ্র বড় পর্দায় ধামাকা হতে চলেছে নিখিল দ্বিবেদী প্রযোজিত ‘নাগিন’ ট্রিলজি। সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতদন্তে মাদকযোগে এনসিবির জেরার মুখে পড়তে হয়েছিল শ্রদ্ধাকে। এদিকে চলতি বছরের গোড়ার দিকেই টাইগার শ্রফের বিপরীতে তাঁকে ‘বাগী’ ছবিতে দেখা গিয়েছিল। খবরের শিরোনামে খুব একটা তাঁর দেখা মেলে না। সেই অভিনেত্রীকেই নাকি নাগিন হিসেবে প্রযোজক নিখিল দ্বিবেদীর মনঃপূত হয়েছে। শ্রদ্ধাই তাঁর প্রথম পছন্দ।
ছবির পরিচালনা করবেন বিশাল ফুরিয়া, যিনি কিনা ২০১৭ সালে মারাঠি ছবি লাপাচ্ছাপি পরিচালনা করে সিনেদর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। বর্তমানে সেই ছবিরই হিন্দি রিমেক ছোড়ির কাজে ব্যস্ত তিনি। বর্তমানে নাগিন-এর মত সুপারন্যাচরাল চরিত্রে দর্শকদের মন কাড়তে হলে যে অতি উন্নতমানের ভিএফএক্স এবং স্পেশ্যাল এফেক্টসের দরকার হয়, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন পরিচালক এবং প্রযোজক।
শ্রদ্ধার কথায় পর্দায় ‘নাগিনের চরিত্রে অভিনয় করা আমার কাছে খুবই আনন্দের। শ্রীদেবী অভিনীত ‘নাগিন’ এবং ‘নিগাহে’র মতো সিনেমা দেখেই একসময় বড় হয়েছি এবং তাঁদের সিনেমা আমাকে আজও মুগ্ধ করে। অনেক দিন থেকেই ভারতীয় লোককথা থেকে অনুপ্রাণিত কোনও চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল আমার। এটা সকলেই মানতে বাধ্য যে নাগিন দর্শকদের কাছে আইকনিক চরিত্রের মতো, যা চিরকালই খুব আকর্ষণীয়।‘
বলিউডের নয়া 'সর্পিণী' শ্রদ্ধা কপূর, দেখা যাবে ‘নাগিন’ ট্রিলজি-তে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Oct 2020 10:46 AM (IST)
ছবির পরিচালনা করবেন বিশাল ফুরিয়া, যিনি কিনা ২০১৭ সালে মারাঠি ছবি লাপাচ্ছাপি পরিচালনা করে সিনেদর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -