নয়া দিল্লি: মধ্যরাতে পাক-জঙ্গিদের ঘাঁটিতে আঘাত ভারতের। পরিকল্পিতভাবে মিডনাইট স্ট্রাইক ভারতের। ' সেই অপারেশন 'সিঁদুর' সফল সেনার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়ে দিলেন বিদেশ সচিব। বুধবার বৈঠকে বিক্রম মিস্রি বলেন, 'পহেলগাঁও হত্যা অতিবর্বরতা। সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এই হামলা করা হয়েছিল। ধর্ম জেনে খুন করা হয়েছে পহেলগাঁওয়ের পর্যটকদের। ভারতের উন্নয়নের গতি স্তব্ধ করাতেই এই হামলা'।
তিনি এও বলেন, '২৩ এপ্রিল প্রত্যাঘাতের সিদ্ধান্ত। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। সমস্ত তথ্য জোগাড় করেই পাল্টা হামলা। বারবার ভারতে হামলা হতে থাকে, পাকিস্তানকে যোগ্য জবাব ভারতের। এর আগেও সন্ত্রাসের শিকার ৩৫০-র বেশি ভারতীয় নাগরিক। লস্করের শাখা TRF পহেলগাঁওয়ে হামলা চালায়। সীমান্ত পেরিয়ে যোগ্য জবাব দিয়েছে ভারত। বিকাশের পথে ফিরছিল জম্মু-কাশ্মীর। পর্যটন থেকে স্বনির্ভর হচ্ছিলেন কাশ্মীরিরা। কাশ্মীরের উন্নয়ন রুখতে পরিকল্পিত হামলা। স্পষ্ট হয়ে গেছে জঙ্গিদের আশ্রয় দেয় পাকিস্তান। মুম্বই হামলার পর সবচেয়ে বড় হামলা পহেলগাও হামলা'।
পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুরের ২টি জায়গা, মুরিদকে এবং শিয়ালকোট। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ, কোটলি এবং ভীমবের। এছাড়াও গুলপুর ও চক আমরুতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি, মুরিদকেতে লস্কর-ই-তৈবার ঘাঁটি, সারজালে জইশ ঘাঁটি, শিয়ালকোটে হিজবুল মুজাহিদিনের ঘাঁটি, বারনালায় লস্করের ঘাঁটি, কোটলিতে জইশ ও হিজবুলের ঘাঁটি, মুজফ্ফরাবাদে লস্কর ও জইশের ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে।
অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বায়ুসেনার সমস্ত বিমানচালক নিরাপদে ফিরে এসেছেন। জানানো হল বায়ুসেনার তরফে। পাকিস্তানে এয়ারস্ট্রাইক নিয়ে মার্কিন প্রতিরক্ষাসচিবের সঙ্গে কথা হয়েছে অজিত ডোভালের। পাকিস্তানকে প্রত্যাঘাত, রাশিয়া-ব্রিটেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীকে জানাল ভারত।কোনও পাকিস্তানি সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। লক্ষ্য স্থির রেখে আঘাত হানার ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা। বিবৃতি দিয়ে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, জয় হিন্দ, এক্স হ্যান্ডলে পোস্ট করেছে ভারতীয় সেনা। বাসভবনে বসে গোটা অপারেশনে নজরদারি চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থল, নৌ এবং বায়ু সেনা, তিন বাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেন রাজনাথ সিং।