নয়া দিল্লি: অপারেশন সিঁদুরেও শিক্ষা নিল না পাকিস্তান। ভারতের একাধিক জায়গায় হামলার চেষ্টা করল তারা। বাছা হয়েছিল উত্তর ও পশ্চিম ভারতের ১৫টি জায়গার সেনা ছাউনি। যদিও যোগ্য় জবাব দিয়ে পাক সেনার মেরুদণ্ডটাই কার্যত ভেঙে দিল ভারতের সেনাবাহিনী। মাঝ আকাশেই পাকিস্তানের ড্রোন ও মিসাইল ধ্বংস করল ভারত। এরপর ফের সাফ বার্তা দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।
পাকিস্তানের হামলা ও ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে এদিন বিদেশ সচিব বলেন, 'পাকিস্তানের লাগাতার গুলি-গোলা বর্ষণে এদেশের ১৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। শিশুদেরও রেহাই দেয়নি পাকিস্তান। যদি ফের হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান, তাদের উচিত জবাব দেওয়া হবে'।
এদিন বিদেশ সচিব এও বলেন, '২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর কাল ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে। ভারতীয় প্রত্যাঘাত ক্ষুরধার, লক্ষ্যে স্থির, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করা হয়েছে। পাকিস্তান বারবার মিথ্যে কথা বলছে। পাকিস্তান জঙ্গি-যোগকে সম্পূর্ণ অস্বীকার করার চেষ্টা করছে। বিভিন্ন ঘটনায় বারবার প্রমাণিত হয়েছে যে পাকিস্তান জঙ্গিদের মদতদাতা। ওসামা বিন লাদেনও পাকিস্তানেই লুকিয়ে ছিলেন। রাষ্ট্রপুঞ্জেও মিথ্যে বলে এসেছে পাকিস্তান। পহেলগাঁওকাণ্ডের একটি আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে পাকিস্তান। কিন্তু, পাকিস্তানের ট্র্যাক রেকর্ডই বলে দেয় যে তারা বিশ্বাসযোগ্য নয়। তাই, কোনও যৌথ তদন্তের কথা ভাবার মানেই হয় না। পাকিস্তান দাবি করেছে, অপারেশন সিঁদুরে সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। অপারেশন সিঁদুর-এ কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলিকেই টার্গেট করা হয়েছিল। নিহত জঙ্গিদের শেষকৃত্যে কফিনগুলিকে পাক পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এ থেকেই প্রমাণিত হয় পাকিস্তান মিথ্যে দাবি করছে'।
এমনকী, হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি এদিন বলেন, 'সারা বিশ্বজুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ হচ্ছে। ২০১৪-তে মোদির নেতৃত্বে সরকার আসার পর প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। কেন্দ্র প্রতিরক্ষা ব্যবস্থায় গুণমান ও পরিমানের উপর নজর দিয়েছে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে বরাবর সংযম দেখিয়েছি। কিন্তু, তার মানে এই নয় আমাদের সংযম দেখানোর সুযোগ কেউ নেবে। তা যখন হয়ে থাকে, তখন গতকালকের মত প্রত্যাঘাতই হবে। আমরা সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত।'
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ফের হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি কোথাও কেউ আমাদের এই সংযমের ফায়দা তোলার চেষ্টা করে, তাহলে গতকালের মতো কোয়ালিটি জবাব পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কোয়ালিটি জবাব পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সবমিলিয়ে এখন ভারত-পাকিস্তানের মধ্যে এখন পুরোদস্তুর যুদ্ধের পরিস্থিতি।