নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন গায়ক আদনান সামি।
সম্প্রতি, ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন ইমরান। ভারতে চলতি সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ-আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মোদির অধীনে ভারত ধীরে ধীরে হিন্দু আধিপত্যবাদী বিষয়সূচি নিয়ে এগিয়ে চলেছে। প্রথমত, কাশ্মীরে বেআইনি দখল। দ্বিতীয়ত, অসমে ২৯ লক্ষ মুসলিমের থেকে নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া। ডিটেনশন ক্যাম্প তৈরি করা। এখন নাগরিকত্ব আইন পাশ করা।





বৃহস্পতিবার, নাম না করে ইমরানকে তীব্র কটাক্ষ করেছেন ভূতপূর্ব পাক নাগরিক আদনান সামি। ট্যুইটারে তিনি লেখেন, ভারতে বসবাসকারী মুসলিমরা অনেক সুখী এবং গর্বিত। তাই, ভারতের নাগরিকত্ব আইন নিয়ে সীমান্তের ওপারে থাকা মানুষদের মাথা ঘামানোর প্রয়োজন নেই।
৪৬ বছরের অভিনেতা ট্যুইটে বলেন, যে সকল প্রিয় পাকিস্তানিরা বিনা আমন্ত্রণেই সিএএ সংক্রান্ত আলোচনায় নিজেদের জড়িয়ে ফেলেছেন, তাঁদের উদ্দেশে বলি-- প্রথমত, যদি আপনারা মুসলিমদের পক্ষে কথা বলে থাকেন, তাহলে আগে স্বীকার করুন ওরা আপনাদের (দেশ) ছাড়তে চাইছে। তাহলে তো আপনাদের অস্তিত্বই সঙ্কটে পড়ে যাবে।
তিনি যোগ করেন: দ্বিতীয়ত, আপনারা যদি মুসলিমদের বিষয়ে এতটাই উদ্বিগ্ন হন, তাহলে আপনারা নিজেদের সীমান্ত ওদের জন্য খুলে দিন। বর্তমানে ভারতীয় নাগরিক আদনান সামি আরও লেখেন, আপনারা হয়ত হতাশ হবেন (এটা শুনে) যে, এখানে মুসলিমরা সুখী ও গর্বিত।
যদিও, পরে ওই ট্যুইট মুছে ফেলেন আদনান। প্রসঙ্গত, ২০১৫ সালে তাঁকে নাগরিকত্ব প্রদান করে ভারত। সেই থেকে ভারত-পাক ইস্যুতে তিনি বরাবর ভারতের পক্ষ নেন। এর জন্য টুইটারে তাঁকে অনেকেই ট্রোল করেছেন। পাল্টা জবাবও দিয়েছেন গায়ক। যে কোনও বড় ইস্যুতে কখনই চুপ থাকেন না আদনান সামি। এর আগেও একাধিক ইস্যুতে সোচ্চার হয়েছিলেন।