কার্গিল: ৫ আগস্ট থেকে ২৬ ডিসেম্বর, দীর্ঘ ১৪৫ দিন বন্ধ থাকার পর আজ কার্গিলে ফের নতুন করে চালু হল ইন্টারনেট পরিষেবা। পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই উপত্যকায় বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা। আজ সেই নিষেধাজ্ঞা তুলে ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে।


প্রসঙ্গত, চলতি সপ্তাহেই কাশ্মীর থেকে ৭০০০ হাজার আধাসামরিক জওয়ান প্রত্যাহার করেছে কেন্দ্র। রাজ্যসভায় দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। যদিও তিন বারের মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা গৃহবন্দি থাকা নিয়ে পরিষ্কার করে তাঁকে কিছু বলতে শোনা যায়নি। তিনি শুধু বলেছেন, জম্মু-কাশ্মীরে রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে আঞ্চলিক প্রশাসনই। এ বিষয়ে কেন্দ্র নাক গলাবে না। শুধু ফারুক নন, প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আব্দুল্লাও ৫ আগস্ট তারিখ থেকে গৃহবন্দি।


আজ কার্গিল সহ লাদাখের একাধিক অঞ্চলে ইন্টারনেট পরিষেবা চালু করার কথা জানিয়েছে প্রশাসন। মোবাইল পরিষেবা, ব্রডব্যান্ড পরিষেবা সচল রয়েছে বলেই দাবি তাদের।