নয়াদিল্লি: শীঘ্রই নয়া দলের ঘোষণা করতে চলেছেন অমরিন্দর সিং। এমনটাই জানালেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখপাত্র রবিন ঠুকরাল। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন বণ্টনের বিষয়েও আশাবাদী ক্যাপ্টেন। তার আগে কৃষি আন্দোলনের সমাধান করতে হবে বলে জানিয়েছেন তিনি।
অমরিন্দর বলেছেন, 'পঞ্জাবের ভবিষ্যতের জন্য লড়াই শুরু হচ্ছে। পঞ্জাব এবং এক বছরের বেশি সময় ধরে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করা কৃষক-সহ রাজ্যের মানুষের স্বার্থ পূরণের জন্য আমি শীঘ্রই নিজের দলের ঘোষণা করব।'
সেই সঙ্গে তিনি জানান, ২০২২ সালের ‘সিরিজ’ জিততে বিজেপি, অকালি দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে আসন বণ্টনেও কোনও আপত্তি নেই তাঁর। অমরিন্দর বলেন, ‘যদি কৃষকদের স্বার্থ পূরণ করে কৃষক আন্দোলনের বিষয়টি সমাধান করা যায়, তাহলে ২০২২ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আসন বণ্টনের বিষয়ে আমি আশাবাদী। সেই সঙ্গে অকালি দল থেকে বেরিয়ে যাওয়া ধিন্দসা ও ব্রহ্মপুরা গোষ্ঠী-সহ সম-মানসিকতা সম্পন্ন দলের সঙ্গে জোট করতেও তৈরি রয়েছি।’
প্রসঙ্গত, অমরিন্দর সিংহ সোনিয়া গাঁধীকে জানিয়েছিলেন যে, তাঁকে তিন বার অপমান করেছে দল। ক্যাপ্টেন বলেছিলেন, আমি আমার অবস্থান কংগ্রেসের কাছে স্পষ্ট করে দিয়েছি যে, আমার সঙ্গে এরকম ব্যবহার করা যাবে না। তিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন যে, এমন কোনও জায়গায় কী করে কেউ থাকতে পারেন যেখানে তাঁর ওপর বিশ্বাসই নেই। ক্যাপ্টেন বলেছিলেন, 'আমি আমার অবস্থান স্পষ্ট করেছি। যেখানে বিশ্বাসই নেই, সেখানে চালিয়ে যাওয়া যায় না।'
মাসখানেক আগেই পঞ্জাবের ‘অধিনায়কত্ব’ ছেড়ে দেন অমরিন্দর। ইস্তফাপত্র জমা দেওয়ার পর বলেছিলেন, 'আজ সকালেই সিদ্ধান্ত নিয়েছি। আমি সকালেই কংগ্রেস সভানেত্রীর সঙ্গে কথা বলেছিলাম। গত দু'মাসে তৃতীয়বার এরকম ঘটনা (পরিষদীয় বৈঠক) ঘটল। বিধায়কদের দু'বার দিল্লিতে ডেকে নেওয়া হল। তৃতীয়বার বৈঠক করা হচ্ছে। আমার মনে হচ্ছে যে আমার উপর যেন সন্দেহ আছে। আমি অপমানিত বোধ করছি। যাঁর উপর ভরসা আছে, তাঁকে (মুখ্যমন্ত্রী) করে দিক হাইকমান্ড।'