আল আমিরাত: বাংলাদেশের রক্তচাপ আরও বাড়িয়ে মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় ম্যাচেও বড় জয় ছিনিয়ে নিল স্কটল্যান্ড। পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়ে দিলেন কাইল কোয়েৎজাররা।


টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ১২টি দল অংশ নেবে। যার মধ্যে আইসিসি ক্রমপর্যায়ে থাকা প্রথম আট দল সরাসরি বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছে। বাকি চারটি জায়গার জন্য লড়াই করছে আট দল। যে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল মূলপর্বে খেলবে।


গ্রুপ বি-তে রয়েছে স্কটল্যান্ড, ওমান, বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনি। মঙ্গলবার পাপুয়া নিউ গিনিকে ১৭ রানে হারিয়ে কার্যত মূল পর্বে পৌঁছে গেল স্কটল্যান্ড। প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে। ২ ম্যাচের শেষে ৪ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে স্কটল্যান্ড। তাদের শেষ ম্যাচ বাকি ওমানের সঙ্গে। সেই ম্যাচে হেরে গেলেও মূল পর্বে যেতে সমস্যা হওয়ার কথা নয় স্কটল্যান্ডের। কারণ, দুই ম্যাচ জেতায় তাদের রান রেট ভাল।


তবে স্কটল্যান্ড জেতায় চাপ বাড়ল বাংলাদেশের। কারণ, এক ম্যাচ খেলে টাইগাররা যে শুধু হেরেইছে তা নয়, রান রেটও বেশ খারাপ। -০.৩০০। অন্যদিকে এক ম্যাচ জিতে এই গ্রুপে দুই নম্বরে রয়েছে ওমান। সবচেয়ে বড় ব্যাপার হল, ওমানের রান রেট খুব ভাল। +৩.১৩৫। মঙ্গলবার বাংলাদেশের সঙ্গে খেলছে ওমান। সেই ম্যাচে বাংলাদেশ হেরে গেলে কার্যত বিদায় নিতে হবে বাংলাদেশকে। জিতলেও তাদের মূল পর্বে যাওয়ার পথ মসৃণ নাও হতে পারে। কারণ, সেক্ষেত্রে ওমান শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দিলে ৪ পয়েন্ট ও ভাল রান রেট রেখে পৌঁছে যেতে পারে মূল পর্বে।


মঙ্গলবার প্রথম ব্যাট করে স্কটল্যান্ড তুলেছিল ১৬৫/৯। ৪৯ বলে ৭০ রান করেন রিচি বেরিংটন। ৩৬ বলে ৪৫ রান ম্যাথু ক্রসের। জবাবে ব্যাট করতে নেমে ১৪৮ রানে অল আউট হয়ে যায় পাপুয়া ও নিউ গিনি। ৩৭ বলে ৪৭ রান করেন নর্ম্যান ভানুয়া। স্কটল্যান্ড বোলারদের মধ্যে ৪ উইকেট জশ ডেভির। ম্যাচের সেরা হয়েছেন বেরিংটন।