কলকাতা: করোনা থেকে সেরে ওঠার পর, নলহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামসের মৃত্যু। বয়স হয়েছিল ৫৮ বছর। পরিবার সূত্রে খবর, ৩ মে মইনুদ্দিন শামসের জ্বর হয়। এরপর করোনা রিপোর্ট পজিটিভ আসায় ভর্তি করা হয় মোমিনপুরের একটি নার্সিংহোমে। ১৯ মে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। তারপরও নার্সিংহোমেই ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক।

Continues below advertisement

শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল ভর্তি করা উডল্যান্ডস হাসপাতালে। পরিবার সূত্রে খবর, মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। তৃণমূলের টিকিট না পেয়ে এবার নির্দল প্রার্থী হিসেবে নলহাটি কেন্দ্র থেকে ভোটে লড়েন মইনুদ্দিন শামস। তিনি বাম আমলের মন্ত্রী কলিমুদ্দিন শামসের ছেলে।

উল্লেখ্য, গত শুক্রবার মৃত্যু হয়েছে শান্তিপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অজয় দে-র। তিনি ছিলেন শান্তিপুর পুরসভার প্রশাসক। দীর্ঘদিন কংগ্রেস বিধায়ক ছিলেন। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তিনি তৃণমূলে যোগ দেন। এবারের ভোটেও প্রার্থী হয়েছিলেন। কিন্তু পরাজিত হন।  

Continues below advertisement

উল্লেখ্য, রাজ্যে পঞ্চম দফার ভোটের দিন মৃত্যু হয় মুরারইয়ের বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রহমানের। গত মার্চ মাসের শুরুতে মারণ ভাইরাসের কবলে পড়েছিলেন তিনি। যার পর থেকে ভর্তি ছিলেন কলকাতার এক বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে যাবতীয় লড়াই শেষ হয়ে যায় তাঁর। আব্দুর রহমান করোনা আক্রান্ত হওয়ার পরই মুরারইয়ে প্রার্থী বদল করেছিল রাজ্যের শাসকদল।

নদিয়া জেলার তেহট্ট বিধানসভা আসনের প্রাক্তন বিধায়ক গৌরীশঙ্কর দত্তও করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০। করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১৯৯৮ থেকেই তৃণমূল কংগ্রেসে ছিলেন। গত মার্চে বাচ্চু হাঁসদার সঙ্গে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবারের বিধানসভা ভোটে দল প্রার্থী না করায় তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।

এর আগে সাত বছর নদিয়া জেলা তৃণমূলের সভাপতি ছিলেন গৌরীশঙ্কর দত্ত। ২০১৬-তে তেহট্ট থেকে তৃণমূল বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁকে টিকিট না দিয়ে দল প্রার্থী করেছিল তাপস সাহাকে। এরপরই দল ছেড়েছিলেন গৌরীশঙ্কর দত্ত।