নয়াদিল্লি : পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় জোরদার জবাব দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের তরফ থেকে একের পর এক প্রতিক্রিয়া আসছে। অপারেশন সিঁদুরের খবরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি, তারা দীর্ঘদিন ধরে লড়াই করছে... আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।" যদিও ভারতের প্রত্যাঘাতকে সমর্থন করেছে ইজরায়েল। এবার এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানালেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখলেন, "অন্য দেশ নিয়ন্ত্রিত জমি থেকে কোনও দেশের বিরুদ্ধে জঙ্গি হামলা চালানো মেনে নেওয়া উচিত নয়। জঙ্গি পরিকাঠামোয় ভারতের আঘাত হানার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। জঙ্গিদের কোনওভাবেই ছাড় নয়।"