কলকাতা: প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এখন আমেরিকায় ডেমোক্র্যাটদের বাজি কমলা হ্যারিস (Kamala Harris)। বাইডেন সরে যাওযার পর তাঁর উপরেই ভরসা করেছেন ডেমোক্র্যাটদের বড় অংশ, সমর্থনও এসেছে। এবার কমলা হ্যারিসকে খোলাখুলি সমর্থনের কথা জানালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা। বারাক-মিশেল ওবামা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছেন। ১ মিনিটের একটি ভিডিওতে দেখা গিয়েছে ওই ফোনে কথোপকথন। সেখানে শোনা যাচ্ছে বারাক ওবামা (Barack Obama) কমলা হ্যারিসকে বলছেন, 'আমরা এটা বলতে ফোন করেছি যে আমি ও মিশেল আপনাকে সমর্থন করে গর্বিত। আপনাকে এই নির্বাচনের কাজে সাহায্য করতে এবং ওভাল অফিসে বসাতে আমাদের পক্ষ থেকে আমরা যা করার করব।'  হ্য়ারিসকে বার্তা দেন মিশেল ওবামাও। তাঁকে বলতে শোনা যায়, 'আমি আপনার জন্য গর্বিত। ইতিহাস তৈরি হবে।' এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন কমলা হ্যারিস। তাঁকে বলতে শোনা যায়, 'আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ।' 


দাবি করা হয়েছে, যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা সত্যি একটি ফোনকলের ভিডিও। কোনও অভিনয় বা reenactment নয়।


সপ্তাহখানেকও হয়নি প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। তারপরেই হঠাৎ করেই প্রেসিডেন্ট পদের লড়াইয়ে চলে এসেছেন কমলা হ্যারিস। তারপর থেকে তাঁর প্রতি সমর্থনের ঢেউ দেখা গিয়েছে। নেতা থেকে সমর্থকরা যেমন পাশে দাঁড়িয়েছেন। তেমনই ভোটের তহবিলে উপচে পড়েছে টাকা।


আমেরিকার ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি বারাক ওবামা। দেশে তো বটেই বিদেশেও তাঁর অনুরাগীর সংখ্যা ছিল বহু। প্রেসিডেন্ট পদ থেকে সরেছেন এক দশকেরও বেশি সময় হয়ে গিয়েছে। এখনও ওবামা দম্পতির গ্রহণযোগ্যতা দেখা যায় ডেমোক্র্যাটদের মধ্যে। এর আগে বাইডেনের প্রচারের সময়েও তাঁর পাশে দাঁড়িয়েছেন বারাক ওবামা।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    


আরও পড়ুন: আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার আগে কী বার্তা ?