কোচি : কোচি বিশ্ববিদ্যালয়ের কনসার্টে বিশৃ্ঙ্খলা। পদপিষ্ট হয়ে ৪ ছাত্রের মৃত্যু । অন্ততপক্ষে ৫৫ জন জখম হয়েছেন। কোচি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ঘটনা। ওই বিশ্ববিদ্যালয়ে কনসার্ট চলার সময় ভিড়ের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ২ ছাত্র ও ২ ছাত্রীর মৃত্যু হয়েছে।
কীভাবে দুর্ঘটনা ?
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওপেন এয়ার অডিটোরিয়ামে নিকিতা গাঁধীর কনসার্ট চলছিল। রিপোর্ট অনুযায়ী, যাঁদের পাস ছিল অনুষ্ঠানে শুধুমাত্র তাঁদেরই প্রবেশাধিকার ছিল। কিন্তু, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পরিস্থিতি বিগড়াতে শুরু করে। বাইরে অপেক্ষারত মানুষজন আশ্রয় নেওয়ার জন্য অডিটোরিয়ামে ঢুকে পড়েন। যার জেরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। অন্তত ৫৫ জন ছাত্র-ছাত্রীর আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কোচির কলামাসেরি মেডিক্যাল কলেজে দুই ছাত্র ও দুই ছাত্রীকে মৃত অবস্থায় আনা হয়।
স্থানীয় পুর কাউন্সিলর প্রমোদ জানান, 'একই গেট দিয়ে প্রবেশ ও প্রস্থানের ব্যবস্থা থাকায় এই পদপিষ্টের ঘটনা। ছাত্রছাত্রীরা একই গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। উঁচু ধাপ দিয়ে যেসব ছাত্ররা ঢুকছিল, তাঁরাই প্রথমে পড়ে যান। বিশাল সংখ্যক জনতা তাঁদের একাধিক বার পায়ে মাড়ান।'
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। তাঁরা সমগ্র ঘটনা খতিয়ে দেখছেন।