নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে ভারতে আগমন। সেই পর্ব মিটিয়ে 'কাওয়ালি' ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। শুক্রবার রাতে দিল্লির হজরত নিজামউদ্দিন অউলিয়া দরগায় যান মাকরঁ। সেখানে সুফি সংস্কৃতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন তিনি। বেশ অনেক রাত পর্যন্তই হজরত নিজামউদ্দিন অউলি দরগায় ছিলেন মাকরঁ। সেখানে তাঁর জন্য বিশেষ 'কাওয়ালি'রও আয়োজন করা হয়, মেঝেয় বসেই তা বিভোর হয়ে শুনতে দেখা যায় মাকরঁকে। (Emmanuel Macron Dargah Visit)
রাজধানীর বুকে অবস্থিত নিজামউদ্দিন অউলিয়া দরগার বয়স ৭০০ বছরেরও বেশি। ভারতে সুফি সংস্কৃতির পীঠস্থানও বলে হয় এই হজরত নিজামউদ্দিন অউলিয়া দরগাকে। শুক্রবার রাত পৌনে ১০টা নাগাদ সেখানে পৌঁছন মাকরঁ। তাঁকে অত্যন্ত সম্মান সহকারেই স্বাগত জানানো হয়। মেঝেতে পাতা কার্পেটের উপরই এর পর পা মুড়ে বসে পড়েন মাকরঁ। বিশেষ করে প্রায় এক ঘণ্টার কাছাকাছি সেখানে ছিলেন মাকরঁ। তাঁর জন্যই বিশেষ ভাবে 'কাওয়ালি'র আয়োজন করা হয়েছিল। (Hazrat Nizamuddin Aulia Dargah)
দিল্লির হজরত নিজামউদ্দিন অউলিয়া দরগা প্রখ্যাত সুফি সাধক নিজামউদ্দিন অউলিয়া এবং তাঁর শিষ্য আমির খসরুর সমাধিস্থল। শুক্রবার মাকরঁ সেখানে পৌঁছলে, হজরত নিজামউদ্দিন অউলিয়া দরগার ইতিহাসও তাঁর সামনে তুলে ধরা হয়। মাকরেঁর উপস্থিতিতে রাখায় চরম ব্যস্ততা চোখে পড়ে। মাকরেঁর সঙ্গে দরগায় পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্য আধিকারিকরাও। তাঁদের জন্য External 'কাওয়ালি'র আয়োজন হয়েছিল যেমন, তেমনই জনপ্রিয় কিছু গানও গেয়ে শোনানো হয়। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে মুখোমুখি বসে থাকতে দেখা গিয়েছে মাকরঁ এবং জয়শঙ্করকে।
দরগায় যাওয়ার আগে রাইসিনা হিলেও দেখা যায় মাকরঁকে। রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাকরেঁর জন্য বিশেষ আয়োজন হয়েছিল সেখানেও। মাকরঁকে অভ্যর্থনা জানাতে গিয়ে রাষ্ট্রপতি জানান, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাকরেঁর আগমন একটি ঐতিহাসিক মুহূর্ত। ভারত এবং ফ্রান্সের পরস্পরের বন্ধু এবং পাশাপাশি চলতে অঙ্গীকারবদ্ধ। আগামী দিনে এই সম্পর্ককে আরও মজবুত করে তোলার বার্তাও দেন রাষ্ট্রপতি।
৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে মাকরঁ এবার দিল্লির কর্তব্যপথে উপস্থিত ছিলেন। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়েও কথা হয়েছে। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পাশাপাশি মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম মেধা, ইন্টারনেট প্রযুক্তি নিয়েও দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার শপথ নিয়েছে।