কলকাতা: আমরা যখনই মহাকাশ নিয়ে চিন্তা করি, তখন সবার আগে আমাদের মনে আসে সৌরজগতের কথা। ছোটবেলায় আমরা প্রায়শই বিজ্ঞান পড়ার সময় সৌরজগতের ছবি এঁকেছি। চলতি মাসে রাতের আকাশে সৌরজগতের সাতটি গ্রহকে দেখতে পাওয়া যাবে। সাতটি কেন, আটটি গ্রহকে কেন দেখা যাবে না, এটা ভেবে আপনি বিস্মিত হতেই পারেন। আকারের কারণে প্লুটো সৌরপরিবার থেকে বাদ পড়েছিল। তাই তাকে দেখা যাবে না।


চলতি মাসে সৌর পরিবারের সদস্যদের মধ্যে রাতের আকাশে সব চেয়ে উজ্জ্বল দেখাবে শুক্রকে। এছাড়াও বুধ, মঙ্গল, বৃহস্পতি ও শনিকেও খালি চোখে দেখা যাবে। দেখা যাবে নেপচুন এবং ইউরেনাসকেও, কিন্তু খালি চোখে নয়। তাদের দেখতে হবে দূরবীনের সাহায্যে। চলতি নভেম্বরে যে সৌরমণ্ডল আকাশে দৃশ্যমান হবে, তা আর্থস্কাইয়ের রিপোর্টে প্রথম জানা গিয়েছিল। কী ভাবে গ্রহগুলিকে দেখা যাবে তার একটি নির্দেশিকাও প্রকাশিত হয়েছিল ওই রিপোর্টে। বৃহস্পতি এবং শনি আকারে বড় হওয়ার কারণে সবার আগে ওই দুটি গ্রহ দৃশ্যমান হবে।


২০ বছর পরে এই দুই গ্রহকে এক সঙ্গে দেখা যাবে। এই ঘটনাকে বলা হচ্ছে ’মহান মিলন ‘ (গ্রেট কনজুগেশন)। ১৬২৩ সালের পরে এই প্রথম গ্রহ দুটি এত কাছাকাছি আসবে। গোটা নভেম্বর জুড়ে এই গ্রহগুলিকে রাতের আকাশে দেখা যাবে। শনির বলয় দেখতে চাইলে আপনাকে টেলিস্কোপ ব্যবহার করতে হবে। খালি চোখে তা দেখা যাবে না।


আগামী ১০ নভেম্বর থেকে ভোরের আকাশে বুধের দেখা মিলবে। পূর্ব আকাশে সূর্যোদয়ের এক ঘণ্টা আগে দিগন্তে দেখা যাবে এই গ্রহটিকে। সৌরমণ্ডলের সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ শুক্র দৃশ্যমান হবে। এই মাসে চাঁদের ঔজ্জ্বল্য যত কমতে থাকবে ততই বেশি প্রতিভাত হবে ইউরেনাস ও নেপচুন। তবে তাদের দেখতে হবে দূরবীন দিয়ে। ইউরেনাসের রং হবে নীলাভ সবুজ।


সপ্তগ্রহের নানান রূপ দেখতে এই মাসের খানিকটা সময় মহাকাশ নিয়ে ব্যয় করতেই পারেন।