কলকাতা: লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। আরও একবার দাম বেড়ে ফের নতুন রেকর্ড তৈরি করল জ্বালানি। পেট্রোলের (Petrol) দাম গড়েছে সর্বকালীন রেকর্ড। সোমবার থেকে পেট্রোলের দাম দাঁড়াবে ১১৩ টাকা ৪৫ পয়সা। এত দাম বৃদ্ধির কারণে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তৃণমূল (TMC) থেকে সিপিএম (CPM)- সকলের নিশানায় কেন্দ্রের বিজেপি সরকার। কেন এত দাম বাড়ছে, সরকার কেন লাগাম পরাচ্ছে না? প্রশ্ন তুলেছেন বিরোধীরা।  


তৃণমূলের নিশানায় কেন্দ্র:
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'একটা অভাবনীয় ব্যাপার ঘটছে। ভয়ঙ্কর ব্যাপার। সম্পূর্ণ বেপরোয়া ভাবে পেট্রোল-ডিজেলের (Diesel) দাম বাড়িয়ে চলেছে কেন্দ্র। শুধু কি পেট্রোল-ডিজেল?  রান্নার গ্যাস, ওষুধ সবের দাম বাড়ছে। বাজারে এর প্রভাব পড়বে। প্রভাবিত হবে পরিবহণ ব্যবস্থাও। সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, খেটে খাওয়া মানুষ কোথায় যাবেন! বাজারে আগুন লাগিয়ে দিচ্ছে মোদি সরকার। তেলের দাম সরকারের নিয়ন্ত্রণে নেই বলাটা সবচেয়ে বড় মিথ্যাচার। কারণ পাঁচ রাজ্যে ভোটের আগে তেলের দাম অপরিবর্তিত থাকল কী ভাবে?"


কংগ্রেসের কটাক্ষ:
কেন্দ্রেক পাশাপাশি কংগ্রেসের নিশানায় রাজ্য সরকারও। প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীররঞ্জন চৌধুরীর কথায়, 'কী অবস্থা! প্রতিদিন সকালে আমাদের মর্নিং গিফট দিচ্ছে মোদি সরকার। ঘুম ভাঙলেই পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি। ১৪ দিনে ১২ বার দাম বাড়িয়ে রেকর্ড গড়েছে। সারের দামও ভয়ঙ্কর ভাবে বাড়ছে। এ সবের প্রভাব পড়বে বাজারে। এই সরকার গত আট বছরে শুধু করবাবদ ২৬ লক্ষ কোটি টাকা রোজগার করেছে। অন্য রাজ্য কিছু কমালেও, বাংলা খআতির করে না। বাংলায় বাংলার মুখ্যমন্ত্রীকে বলব, ভ্যাট একটু হলেও কমাতে।'


আক্রমণে বামেরা:
সিপিএম (CPM)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, 'সর্বকালীন রেকর্ড হয়ে গেল। সেঞ্চুরি করে ফেলল পেট্রোল। ডিজেল সেঞ্চুরি হাঁকানোর পথে। অচ্ছে দিন কী , তা ভাল ভাবে টের পাচ্ছেন মানুষ। ভয়ানক ভাবে দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, তাই বাড়াতে হবে বলে এত দিন যুক্তি দিচ্ছিল। কিন্তু এখন তো আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ২৫ শতাংশ। তা হলেও ভারতে দাম বাড়ছে কেন?'


আরও পড়ুন:  ঝালদায় কংগ্রেস নেতা খুনের নেপথ্যে পারিবারিক বিবাদ, দাবি পুলিশের, সিবিআই চায় পরিবার