নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনের নিমন্ত্রণপত্র থেকে অন্য দেশকে পাঠানো পুস্তিকা, সাংবাদিকদের প্রবেশপত্র, সবেতেই দেশের নাম 'India'-র পরিবর্তে 'ভারত' লেখা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিদেশ সফরের বিজ্ঞপ্তিতেও পুনরাবৃত্তি হয় তার। সরকারি ভাবে দেশের নাম হিসেবে শুধুমাত্র 'ভারত' রাখার দাবিও উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তার মধ্যেই জি-২০ সম্মেলন (G-20 Summity) চলাকালীন প্রধানমন্ত্রীর টেবিলে দেশের নাম হিসেবে 'ভারত' লেখা ফলক চোখে পড়ল। (Bharat)


শনিবার রাজধানী দিল্লির প্রগতি ময়দানের 'ভারত মণ্ডপমে' জি-২০ সম্মেলন শুরু হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন বিন আবদুলাজিজ আল সৌদ-সহ বিভিন্ন দেশের  রাষ্ট্রনেতারা উপস্থিত হয়েছেন সেখানে। তাঁদের সামনে এদিন উদ্বোধনী বক্তৃতা করেন মোদি। 


আর সেখানেই তাঁর সামনে দেশের নাম হিসেবে 'ভারত' লেখা ফলক চোখে পড়ল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ওই মুহূর্তের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে টেবিলে মোদির সামনে একটি ফলক দেখা গিয়েছে, যার একদিকে জি-২০ সম্মলনের প্রতীকী চিহ্ন রয়েছে, আর মধ্যিখানে ইংরেজি হরফে লেখা রয়েছে ভারত। 


আরও পড়ুন: N. Chandrababu Naidu: কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ, দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু


দেশের নাম নিয়ে বেশ কিছু দিন ধরেই বিতর্ক চলছে। জি-২০ সম্মেলনের আগে, দেশের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ চিঠি দিয়ে নৈশভোজে নিমন্ত্রণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে ইংরেজিতে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র পরিবর্তে লেখা হয়, 'প্রেসিডেন্ট অফ ভারত'। অন্য রাষ্ট্রের প্রতিনিধিদের যে পুস্তিকা পাঠানো হয়, তাতেও দেশের নাম লেখা হয় 'ভারত'। মোদির ইন্দোনেশিয়া সফরে যাওয়ার বিজ্ঞপ্তিতেও 'প্রধানমন্ত্রী অফ ভারত' লেখা হয়।


সেই নিয়ে বিতর্ক বাধতে সময় লাগেনি। দেশের সংবিধানে যেখানে  দেশের নাম হিসেবে 'India' এবং 'ভারত', দুইয়েরই উল্লেখ রয়েছে, সেখানে শুধুমাত্র 'ভারত' ব্যবহার করা হচ্ছে কেন, ওঠে প্রশ্ন। মোদি সরকার দেশের নাম পাল্টে দিতে চলেছে বলে অভিযোগ করেন বিরোধীরা। এর পাল্টা দেশের নাম পাল্টে 'ভারত' রাখার পক্ষেই সওয়াল করতে শুরু করেন বিজেপি-র নেতা-মন্ত্রীরা।  সংবিধানে সংশোধন ঘটিয়ে, সরকারি ভাবে দেশের নাম শুধুমাত্র ভারত রাখার দাবি তোলেন তাঁরা।


জি-২০ সম্মেলন শেষ হওয়ার পরই চলতি মাসে পাঁচ দিনের বিশেষ অধিবেশন রয়েছে সংসদে। সেখানে দেশের নাম শুধুমাত্র ভারত রাখা নিয়ে বিল জমা পড়তে পারে শোনা যাচ্ছে। সেই নিয়ে রাজনৈতিক তরজা চরমে উঠেছে। এই আবহেই সম্প্রতি নেতা-মন্ত্রীদের সতর্ক করে দেন মোদি। দেশেরনাম নিয়ে অযথা মুখ না খোলাই শ্রেয় বলে তাঁদের জানান। কিন্তু এবার অন্য দেশের রাষ্ট্রনেতাদের সামনে মোদি খোদই দেশের নাম হিসেবে 'ভারত' লেখা ফলক তুলে ধরলেন। এর মাধ্যমে মোদি আসলে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।