Garden Reach Shipbuilders Recruitment: রাজ্যে গার্ডেনরিচ শিপবিল্ডার্সে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল ওয়েবসাইটে এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
Garden Reach Shipbuilders & Engineers Limited (GRSE Ltd)
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই লিমিটেড)-এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইঞ্জিনিয়ার/সিএ/ কোম্পানি সেক্রেটারি) সব মিলিয়ে 11টি পদে হবে নিয়োগ। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কেবল গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE Ltd) এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন।
ASSISTANT MANAGER
– Company Secretary: 01 (OBC)
– Finance: 02 (OBC)
– Mechanical: 03 (UR-1; ST-1; EWS-1)
– Electrical: 02 (UR-1; ST-1)
– Electronics: 02 (UR-1; OBC-1)
– Naval Architecture: 01 (OBC)
Jobs in Garden Reach: শিক্ষাগত যোগ্যতা
এই পদে কাজের জন্য চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও ফিন্যান্স এবং সিএস পদের জন্য সিএ/সিএস উত্তীর্ণ হতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখে নিন।
Jobs in Garden Reach: বয়স সীমা
ইউআর ক্যাটাগরির অধীনে সহকারী পরিচালকদের পদে আবেদনকারীদের সর্বোচ্চ বয়স সীমা 28 বছর। তবে SC/ST-দের জন্য 05 বছর, OBC-এর জন্য 03 বছর ও PWD বিভাগের জন্য 10 বছর বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে। সরকারি নিয়ম মেনেই এই বয়স সীমা রাখা হয়েছে।
Jobs in Garden Reach: প্রার্থী বাছাই
এই পদে আবেদনের জন্য লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। লিখিত পরীক্ষা 06 মার্চ 2022 তারিখে 04টি শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই)-এ নেওয়া হবে।
Garden Reach Shipbuilders Recruitment: পরীক্ষার/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE লিমিটেড)-এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে — http://grse.in আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন।
Education Loan Information:
Calculate Education Loan EMI