নয়া দিল্লি: রান্নার গ্যাসের দাম (Gas Price) হাজার পার, ফের মোদি সরকারকে তোপ রাহুল গাঁধীর (Rahul Gandhi)। ট্যুইটে (Twitter) মোদি সরকারকে তোপ কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর।
কী লিখেছেন সোনিয়া-পুত্র?
গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে রবিবার কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী পরিসংখ্যান দিয়ে ট্যুইটারে লেখেন, LPG সিলিন্ডার ২০১৪-তে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন LPG সিলিন্ডার পিছু দাম পড়ত ৪১০ টাকা। ভর্তুকি ছিল ৮২৭ টাকা। ২০২২-এ মোদি সরকারের আমলে রান্নার গ্যাসের একটি সিলিন্ডারের দাম পড়ছে ৯৯৯ টাকা। সেই সময় (কংগ্রেস আমল) এখনকার দামে দু’টি রান্নার গ্যাসের সিলিন্ডার মিলত। এখন একটি পাওয়া যায়। গরিব ও মধ্যবিত্ত ভারতীয় পরিবারের উন্নয়নের কথা মাথায় রেখে সরকার চালাত কংগ্রেস। সেটাই আমাদের আর্থিক নীতির মূল মন্ত্র।
ঘূর্ণিঝড় ‘অশনি’ ধেয়ে আসার আগেই মধ্যবিত্তর জীবনে অশনি সঙ্কেত দিয়েছে মূল্যবৃদ্ধির কালো মেঘ। কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১ হাজার ২৬ টাকা। পেট্রোলের দাম ১১৫ টাকার ওপরে। সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও।
আরও পড়ুন, গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে, অশনি আশঙ্কায় মুখ্যমন্ত্রীর সফর সূচিতে বদল
তৃণমূলের প্রতিবাদ
দৈনন্দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধির পাশাপাশি রান্নার গ্যাসের দাম হাজারের গণ্ডি পার করায় এদিন কামারহাটির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার নেতৃত্বে লুচি ভেজে প্রতিবাদ জানায় তৃণমূল। উনুনে লুচি ভেজে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "দিল্লি জুড়ে ২০ হাজার কোটি টাকা খরচে ভিস্তা তৈরি হচ্ছে, ওই কাজ এখন বন্ধ থাক, আমাদের আছে ওগুলো, তাহলে ওই খরচ বন্ধ করা যায়, তাহলে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দামটা অন্তত নিয়ন্ত্রণ করুন + এই প্রথম নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকা থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ভোজ্যতেলকে বাদ দিয়েছে, কেন্দ্রের নতুন আইন, রাজ্যের হাত-পা অনেকটা বেধে দিচ্ছে।"
বিজেপির সাফাই
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এই বৃদ্ধি সাময়িক, এই সরকার মানুষের কথা ভেবে ৮০ কোটি মানুষকে বিনা পয়সায় খাদ্য শস্য দিচ্ছে, ফ্রি-তে আমরা ভ্যাকসিন পেয়েছি, যুদ্ধের জন্য অপরিশোধিত তেলের দাম বেড়েছে। পাম অয়েলের জন্য আমরা ইন্দোনেশিয়ার ওপর নির্ভরশীল, কিন্তু ওদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় পাম তেল নিয়ে সমস্যায় আছি আমরা। সরকার এর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে, যাতে অন্যের ওপর নির্ভরশীল না করতে হয়।"