গম্ভীর এ ব্য়াপারে বলেছেন, সমাজে প্রত্যেকেরই সম্মানের সঙ্গে সুন্দর, ভদ্র জীবন যাপনের অধিকার আছে। এই মেয়েরা যাতে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সেজন্য় ওদের আরও সুযোগ সুনিশ্চিত করতে চাই। ওদের জীবনযাপন, শিক্ষা ও স্বাস্থ্যের ভার নেব। ওদের স্কুলের ফি, ইউনিফর্ম, খাবার, মেডিকেল সহায়তা, কাউন্সেলিং স্পনসর করব, যাতে ওদের স্বপ্ন সফল হয়।
২০১৮য় ক্রিকেট ছাড়ার পর ব্যক্তিগত ও রাজনৈতিক স্তরে দানধ্যানমূলক কাজ করে চলেছেন গম্ভীর। পঙ্খ প্রজেক্ট নিয়ে তিনি বলেছেন, ৫ থেকে ১৮র মেয়েদের নিয়মিত কাউন্সেলিং করানো হবে যাতে ওরা পড়াশোনা সম্পূর্ণ করতে পারে। অন্যদেরও তিনি এ ব্যাপারে সাহায্যের হাত বাড়ানোর আবেদন করেছেন তিনি।
গম্ভীর ইতিমধ্যেই দেশে করোনাভাইরাস অতিমারীর প্রেক্ষাপটে তৈরি পিএম কেয়ার্স ফান্ডে নিজের দুবছরের সাংসদ বেতন ডোনেট করেছেন। স্বাস্থ্যকর্মীরা যাতে ভাল ভাবে কোভিড-১৯ মোকাবিলা করতে পারেন, সেজন্য লোক জয়্রপ্রকাশ নারায়ণের জন্য ১ হাজার পিপিই অর্থাত্ সুরক্ষা বর্মের ব্যবস্থাও করেছেন।