অযোধ্যা: ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমিপূজাকে কেন্দ্র করে চূড়ান্ত তত্পরতা চলছে। সেদিন সেখানে আমন্ত্রিত হিসাবে থাকার কথা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করছে যোগী আদিত্যনাথ সরকার। সেদিনের অতিথি-অভ্যাগত, ভক্তদের জন্য়ও থাকছে বিশেষ ব্যবস্থা। তারই অঙ্গ হিসাবে লাড্ডু বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেবরাহ হংস বাবা সংস্থান অযোধ্যার মনি রাম দাস ছাউনিতে লক্ষাধিক লাড্ডু বানাচ্ছে। ছাউনির জনৈক পন্ডিত বলেছেন, ৫ আগস্ট ভগবান রামকে এই লাড্ডু নিবেদন করবেন প্রধানমন্ত্রী মোদি। তারপর সেগুলি বিলি করা হবে ভিত্তিপ্রস্তর, ভূমিপূজায় যোগ দিতে আসা ভক্তদের, পাঠানো হবে দেশের সব বড় মন্দিরে মন্দিরে।
১ লক্ষ ১১০০০ হাজার লাড্ডু বানিয়ে ১১১টি থালায় সাজিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এছাড়াও ওই পন্ডিত জানিয়েছেন যে, ছাউনি থেকে একটি ব্যাগ তৈরি হচ্ছে যাতে অন্যান্য সামগ্রীর মধ্যে থাকবে অযোধ্যা ও রামমন্দিরের ওপর বইপত্র, এক বাক্স লাড্ডু ও একটি শাল। গত চারদিন ধরে লাড্ডু বানানোর কাজ চলছে, সেগুলির মেগা ইভেন্টের আগে প্যাকেটে ভরা হয়ে যাবে বলে জানান ছাউনির আরেক কর্মী।
সেদিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা প্রধানমন্ত্রী মোদির। জানিয়েছেন শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি। অনুষ্ঠানে বেশ কয়েকটি রাজ্য়ের মুখমন্ত্রীদের, কেন্দ্রীয় মন্ত্রীদের, আরএসএস প্রধান মোহন ভাগবতেরও হাজির থাকার কথা।
সুপ্রিম কোর্টের রায় অনুসারে গঠিত ট্রাস্ট চলতি মাসের শুরুতে তার দ্বিতীয় বৈঠকটি করে। চলতি বছরের মার্চে রামলালার মূর্তিটি একটি অস্থায়ী কাঠামোতে সরানো হয়।
অযোধ্যার বিতর্কিত জমিটি রামমন্দির নির্মাণের জন্য তুলে দিতে কেন্দ্রকে গত বছরের ৯ নভেম্বর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।