বেঙ্গালুরু: ২ দিনের ভারত সফরে এসেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। রবিবার তিনি পা যাচ্ছেন বেঙ্গালুরুতে। জার্মান চ্যান্সেলরের সফর ঘিরে তুঙ্গে সেখানকার নিরাপত্তা প্রস্তুতি। শহরের ট্র্যাফিক চলাচল নিয়েও নানা নির্দেশিকা জারি করা হয়েছে। একাধিক নির্দেশ জারি হয়েছে পার্কিং নিয়ে।


বেশ কিছু রাস্তায় পার্কিংয়ে নিষেধাজ্ঞা:
কিছু কিছু রাস্তার যে কোনও পাড়ে পার্কিং করা যাবে না। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রয়েছে পার্কিংয়ে নিষেধাজ্ঞা।


কোন কোন রাস্তা?
বল্লারি রোড, মেখরি সার্কেল, কাবেরী থিয়েটার জংশন, রামানা মহর্ষি রোড, ইনফ্যান্ট্রি রোড. কুবন রোড, HAL ওল্ড এয়ারপোর্ট রোড, হোয়াইটফিল্ড মেন রোড, HAL থেকে কে আর পুরম যাওয়ার রিং রোড, দোদ্দানেকুন্ডি রোড. কুইনস রোড, রাজ ভবন রোড, এম জি রোড, ওল্ড মাদ্রাজ রোড, ইন্দিরানগর ১০০ ফুট রোড।  


ভারত সফরে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ। শনিবার তিনি দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে। সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। পুনর্নবীকরণ যোগ্য শক্তি, বাণিজ্য ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা। শনিবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে রীতি মেনে অভ্যর্থনা জানানো হয়। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে Free Trade Deal নিয়ে ইতিবাচক কথা। দুই দেশের কৌশলী সম্পর্কের অন্যতম অংশ নিরাপত্তা ও প্রতিরক্ষা, জানিয়েছেন মোদি। আজ রবিবার, বেঙ্গালুরু যাওয়ার কথা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজই সন্ধেবেলায় ফিরে যাওয়ার কথা তাঁর। 


ভারতে পা রেখে নিউদিল্লির রাজঘাটে যান জার্মানির চ্যান্সেলর। সেখানে মহাত্মা গাঁধীর (Mahatma Gandhi) সমাধিস্থলে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান। প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজধানীর হায়দরাবাদ হাউসে দেখা করেন স্কোলজ। উভয় দেশের রাষ্ট্রনেতাই এবার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। মিটিংয়ে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী বলেন, "একই ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আগ্রহের বিষয়ে সমঝোতার কারণে, ভারত ও জার্মানির মধ্যে মজবুত সম্পর্ক রয়েছে। উভয় দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে।" 


পারস্পরিক বৈঠক শেষে জার্মানির চ্যান্সেলর ও প্রধামন্ত্রী মোদি সাংবাদিক বৈঠক করেন। উভয় দেশের সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিনিময়ের দীর্ঘ ইতিহাসের কথা তখনই উল্লেখ করেন মোদি । জার্মানির চ্যান্সেলর সাংবাদিক বৈঠকে বলেন, "বিশাল বৃদ্ধি হয়েছে ভারতের। অনেক কিছু ঘটেছে। যা উভয় দেশের সম্পর্কের পক্ষে ভাল। রাশিয়ার আগ্রাসনের ফলে গোটা বিশ্বে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। তথ্যপ্রযুক্তি ও সফ্টওয়্যারে উন্নতির জেরে ভারতের বিশাল বিকাশ হয়েছে। "


আরও পড়ুন: বালি বোঝাই ডাম্পার উল্টে ভাঙল বাড়ির দেওয়াল, মৃত এক