কলকাতা: শেষ হল নুসরত জাহান (Nusrat Jahan) ও যশ দাশগুপ্তের (Yash Dasgupta) আগামী ছবির শ্যুটিং। একাধিক ছবির মুক্তির দিন ঘোষণা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) বেজিকাণ্ডে নয়া মোড়। এক ঝলকে দেখে নিন, আজকে বিনোদন দুনিয়ার কোন কোন খবর রইল শিরোনামে।


দেব-রুক্মিণীর 'ভেকেশন'


একটু ছুটি পেলেই তাঁরা বেরিয়ে পরেন ছুটি কাটাতে। সব ডেস্টিনেশনের মধ্যে তাঁদের একটু বেশিই প্রিয় মলদ্বীপ। আপাতত শহর ছেড়ে দেব (Dev) আর তাঁর 'দেবী' রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ঠিকানা মলদ্বীপ। সোশ্যাল মিডিয়ায় মলদ্বীপের নীল সমুদ্রতীর থেকে নিজের একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি। কখনও তিনি দাঁড়িয়ে রয়েছেন নীল সমুদ্রের সামনে। কখনও আবার ছিপ হাতে মাছ ধরছেন। সমুদ্রের তীরে বসে আলসে ছবি ভাগ করে নিয়েছেন রুক্মিণীও। তবে এক ফ্রেমে ধরা দিলেন না তাঁরা। 


শেষ হল শ্যুটিং


শেষ হল নুসরত জাহান আর যশ দাশগুপ্তের নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে খবর দিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক। 'মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি', 'আতঙ্ক' ছবির এই সংলাপ এখনও যেন শিরদাঁড়া দিয়ে হিমেল স্ত্রোত বইয়ে দেয়। সেই সংলাপই এবার ছবির নাম। এই ছবির ঘটনাও একটি খুনের গল্পকে কেন্দ্র করে।


লতা মঙ্গেশকরের অস্থি বিসর্জন


পঞ্চভূতে বিলীন সুরসম্রাজ্ঞী। পূণ্যভূমি বারাণসীতে অস্থি বিসর্জন করা হল লতা মঙ্গেশকরের। গতকাল, অর্থাৎ মঙ্গলবার তাঁর পরিবারের তরফ থেকে বারাণসীর গঙ্গায় অস্থি বিসর্জন করা হয়েছে। মঙ্গলবার তাঁর চিতাভস্ম নিয়ে বারাণসীর পৌঁছন বোন উষা মঙ্গেশকর ও পরিবারের অন্যান্য সদস্যরা। খিদকিয়া ঘাট থেকে একটি নৌকা নিয়ে বারাণসীর অহল্যা বাঈ ঘাটে পৌঁছন তাঁরা। বৈদিক নিয়ম মেনে, পন্ডিত শ্রীকান্ত পাঠকের নেতৃত্বে বারাণসীর গঙ্গায় অস্থি বিসর্জন করা হয় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর। উপস্থিত ছিলেন কিংবদন্তি গায়িকার ভাইপো আদিনাথ মঙ্গেশকর, আশা ভোঁসলে ও পরিবারের অন্যান্য সদস্যরা।


'শর্মাজি নমকিন' ছবির মুক্তির তারিখ


অবশেষে মুক্তির দিন ঘোষণা হল প্রয়াত বলিউড তারকা ঋষি কপূরের (Rishi Kapoor) শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর (Sharmaji Namkeen)। এদিন বলিউড অভিনেত্রী জুহি চাওলা, ফারহান আখতার নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির মুক্তির দিন ঘোষণা করেন। সঙ্গে জানা গেল ছবিটি সিনেমা হলে নাকি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ৩১ মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই ছবি'। সারা বিশ্ব জুড়ে প্রায় ২৪০টি দেশে মুক্তি পাবে এই ছবি।


উচ্ছ্বসিত স্বস্তিকা


ফের বলিউডে স্বস্তিকা। ‘হর কহানি হ্যায় জরুরি’ নামক বিশেষ শো-তে মাধুরী দিক্ষীতের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন অভিনেত্রী। সঙ্গে দেখা যাবে মাসাবা গুপ্তা, শ্বেতা ত্রিপাঠীকে। এই সিরিজে রয়েছেন তাপসী পান্নুও। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই শো। নারীদিবস উপলক্ষ্যে এই বিশেষ শো-এ নিজেদের জীবনের গল্প ভাগ করে নেবেন তাঁরা সবাই। ফলে উচ্ছ্বসিত বঙ্গতনয়া।


'মিশন মজনু' ছবির মুক্তি কবে? 


'মিশন মজনু' ছবিতে জুটি বাঁধছেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। ছবির মুক্তির দিনও ঘোষণা করা হল। আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে 'মিশন মজনু'। দেশের সবথেকে ডাকাবুকো র এজেন্টের বিশেষ মিশনের গল্প বলবে এই ছবি।


'কাহানি'র দশক পার


কলকাতার কালীঘাট মেট্রো স্টেশন (Kalighat Metro Station) থেকে শহরতলির অলিগলি। হারিয়ে যাওয়া স্বামীকে খুঁজতে প্রায় ১০ বছর আগে 'সিটি অফ জয়'তে (City of Joy) পা রেখেছিলেন বিদ্যা বাগচী। আর এই গত ১০ বছর ধরে প্রত্যেক সিনেপ্রেমীর অন্যতম পছন্দের থ্রিলার পরিচালক সুজয় ঘোষের (Sujoy Ghosh) 'কাহানি' (Kahaani)। সত্যি বলতে গেলে, ছবিটি মুক্তির পর থেকেই এমন আলোড়ন তুলেছিল, যে আজও 'কাহানি'র মতো ছবি তৈরির চেষ্টা চলে। তবে হাতে গোনা কয়েকটা ছবিই হয়তো সাফল্যের সেই মাত্রায় পৌঁছতে পারে।


১০০ কোটির ক্লাবের দোরগোড়ায়


মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। প্রথম দিন থেকে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল নজর কাড়া। সকলেরই লক্ষ ছিল কবে এই ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছবে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের দাবি, আজই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গেল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। 


আরও পড়ুন: Jhund Film Update: 'ঝুন্ড' দেখে প্রশংসায় পঞ্চমুখ আমির, অভিনেতার সম্পর্কে কী বললেন অমিতাভ বচ্চন?


'জলসা' ট্রেলার


বুধবার মুক্তি পেল বিদ্যা বালান ও শেফালি শাহ (Vidya Balan and Shefali Shah) অভিনীত আগামী থ্রিলার 'জলসা'র ('Jalsa') ট্রেলার। দুই মহিলা ও তাঁদের আশেপাশে, বা তাঁদের জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা য সবকিছু ওলটপালট করে দেয়, তেমনই গল্প বলবে 'জলসা'। মায়ার চরিত্রে বিদ্যা বালান ও রুকসানার চরিত্রে শেফালি। 


বেজিকাণ্ডে নয়া মোড়


বেজিকাণ্ডে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল (Wild Life Crime Control) গ্রেফতার করে। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কাল কোর্টে পেশ করা হবে।