নয়া দিল্লি : ১ মে থেকে ১৮ ঊর্ধ্বের ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার কথা। যদিও দুদিন আগেই এই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে নির্দিষ্ট দিন থেকে ভ্যাকসিন দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে অনেক রাজ্য। কোভিড পরিস্থিতিতে যার জন্য দোলাচলে যুব প্রজন্মের ভ্যাকসিনেশনের ভবিষৎ।


মুম্বইয়ে ভ্যাকসিনের সমস্যা ?


মুম্বইয়ের মিউনিসিপ্যাল কমিশনার অশ্বিনী ভিড়ে জানিয়েছেন, এখন ১৮-৪৪ বছরের ব্যক্তিদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন তাদের কাছে মজুত নেই। ভ্যাকসিন এলেই যুব প্রজন্মকে ডাকবে তারা। ভ্যাকসিনের বিষয়ে চিন্তা করার দরকার নেই প্রবীণ নাগরিকদেরও। পর্যাপ্ত স্টক এলে তাঁদেরকেও জানানো হবে। নতুন করে ভ্যাকসিনের জন্য লম্বা লাইনে দাঁড়াতে হবে না তাঁদের।


রাজধানীতেও ভ্যাকসিনের আকাল ?


মুম্বইয়ের মতো একই রাস্তায় হেঁটেছে দিল্লি। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, বর্তমানে তাদের কাছ ভ্যাকসিন নেই। ইতিমধ্যেই ভ্যাকসিন কোম্পানিগুলির কাছে ডোজের জন্য অনুরোধ করেছে তারা। ভ্যাকসিন এলেই দিল্লিবাসীকে জানিয়ে দেওয়া হবে।


১ মে থেকে ভ্যাকসিন দেবে তামিলনাড়ু ?


রাজ্যবাসীর জন্য ইতিমধ্যেই ১.৫ কোটি ভ্যাকসিনের অর্ডার দিয়েছে তামিলনাড়ু। যদিও শনিবার থেকে ১৮ ঊর্ধ্বের জন্য ভ্যাকসিন ড্রাইভের বিষয়ে নিশ্চিত নয় রাজ্য সরকার। একই অবস্থা পাঞ্জাবের। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিঁধু জানিয়েছেন, এখনই নতুন করে কোভিড টিকা দিতে পারবে না সরকার। ১০ লক্ষ ভ্যাকসিন এলেই ফের টিকাকরণ প্রক্রিয়া চালু করবে পাঞ্জাব।


৭ তারিখের আগে ভ্যাকসিন নয় বিহারে


১ মে থেকে ১৮-৪৪ বছরের ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করছে না বিহার। সরকারি বিবৃতি দিয়ে এই কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তবে এক সপ্তাহ পর থেকেই তাদের টিকাকরণ শুরু হবে বলে জানিয়েছে নীতীশ কুমারের সরকার। এ বিষয়ে বিহারের মুখ্য স্বাস্থ্যসচিব জানিয়েছেন, বিহারে ১৮-৪৪ বছরের সংখ্যা ৫.৪৬ কোটি। ইতিমধ্যেই কোভিশিল্ডের অর্ডার দেওয়া হয়েছে। শীঘ্রই সিরাম ইনস্টিটিউটের থেকে 'কনসাইনমেন্ট' পেয়ে যাবে রাজ্য। এরপরই নতুনদের ডেকে নেওয়া হবে।