কলকাতা: এই ছবিতে নায়ক, নায়িকা বা পরিচিত মুখের ভিড় নেই। এই গল্প দুই নারীর। তাঁদের যোগাযোগের মাধ্যম একটি সাক্ষাৎকার। আর সেখান থেকেই গাঢ় হয় তাঁঁদের বন্ধুত্ব। পরিচালক সুমন্ত্র রায়ের ছবি 'ঘাসজমি' ইতিমধ্যেই জিতে নিয়েছে একগুচ্ছ পুরস্কার। তার সংখ্যাটা খুব একটা কমও নয়। ৮৭ টি ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে 'ঘাসজমি' (Ghasjomi)।

  


এই গল্প দুটি মেয়ের। তাঁদের জীবনযাত্রার গতিপথ আলাদা। ছবি দুটি চরিত্র, দুইই মুখ্য। একজনের নাম বর্ণা। ২৪ বছরের বর্ণা স্যোশাল এনথ্রোপোলজি নিয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণার বিষয় মধ্যবিত্র বাঙালি গৃহবধূ। এই সূত্রেই একটি সাক্ষাৎকার নিয়ে গিয়ে তাঁর সঙ্গে আলাপ হয় ঈপ্সিতার। কথায় কথায় বর্ণা জানে, একসময় গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন ঈপ্সিতা। পরে সংসারের চাপে সেই চর্চা ছেড়ে যায়। বর্ণা ঈপ্সিতাকে উদ্বুদ্ধ করে ফের থিয়েটারের মঞ্চে ফেরত যেতে। সেই থেকেই ঘুরে যায় গল্পের মোড়। 


এই ছবিতে মুখ্যভূমিকায় রয়েছেন, সঞ্জিতা, শুভশ্মিতা মুখোপাধ্যায়, শাওন চক্রবর্তী, দেবাশীষ চট্টোপাধ্যায়, আরশি রায়। মোজাইক ইন ফিল্মস সংস্থার প্রযোজনায়, প্রিয়ঙ্কা মোর নিবেদিত এই ছবি একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে নিজের জায়গা করে নিয়েছে। তবে এখনও দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি এই ছবি । প্রসঙ্গত, এর আগের ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন প্রযোজক প্রিয়ঙ্কা।                                                                                                                      


আরও পড়ুন: Abir Chatterjee: দীর্ঘদিন পরে ছোটপর্দায় আবির, অভিনয় করবেন নিজের চরিত্রেই


ছবির পরিচালক সুমন্ত্র বলছেন, 'ইতিমধ্যেই ৮৭টা পুরস্কার পেয়েছে ঘাসজমি। আমাদের ভীষণ ইচ্ছা এই ছবিকে আরও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাব যাতে ১০০ টা পর্যন্ত পুরস্কারের সংখ্য়াটাকে নিয়ে যেতে পারি আমরা। তারপরে দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করব। ছবি যতই পুরষ্কার পাক, তাঁর মান বিচার শেষমেষ দর্শকেরাই করবেন। বাণিজ্যিক সাফল্য ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি মানুষের ভাল লাগবে।'


এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন 'হরগৌরী পাইস হোটেল'-এর নায়িকা। শুভশ্মিতা। এক আগে অবশ্য একাধিক ধারাবাহিক ও শর্টফিল্মে অভিনয় করেছেন শুভস্মিতা।