কলকাতা: সিনেমা নয়, দীর্ঘদিন পরে ধারাবাহিকে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) -কে। তাহলে কি বড়পর্দা ছেড়ে পাকাপাকিভাবে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা? বিষয়টা ঠিক তা নয়। ১ সপ্তাহের জন্য, বিশেষ কিছু এপিসোডে দেখা যাবে অভিনেতাকে। গল্পের নায়কের বন্ধুর চরিত্রে দেখা যাবে আবিরকে। 


‘বহ্নিশিখা’ বা ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’, একাধিক ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে আবিরকে। তাঁর অভিনয়ের জগতে পা রাখা ছোটপর্দার হাত ধরেই। তিনি ধারাবাহিকেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২০০৯ সালে প্রথম ‘ক্রশ কানেকশন’-এর হাত ধরে বড়পর্দায় পা রেখেছিলেন আবির। তারপরে অবশ্য ঘুরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ছবি, অন্যরকম চরিত্রে তিনি মন জয় করছেন দর্শকদের। 


যে ধারাবাহিকে আবির অভিনয় করছেন, সেটি দেখা যাবে সান বাংলা (Sun Bangla) চ্যানেলে। নির্মাতারা 'বিনোদনের মহা পার্বণ' নাম দিয়েই আয়োজন করা হয়েছে বিভিন্ন চমকের। জনপ্রিয় ধারাবাহিক 'সাথী' (Sathi)-তে অভিনয় করতে দেখা যাবে আবিরকে। 'সাথী'-র নায়ক ওম তথা ইন্দ্রজিৎ বসুর কলেজের সিনিয়র এবং বিশেষ বন্ধুর চরিত্রে অভিনয় করবেন তিনি। 


গল্প অনুযায়ী, ওমের কলেজের সিনিয়র এবং বিশেষ বন্ধু অভিনেতা আবির চট্টোপাধ্যায় হোলি উপলক্ষে একটা পার্টির আয়োজন করেন কলকাতার কাছেই একটা রিসর্টে। সান্যাল পরিবারের সকলেই সেখানে আমন্ত্রিত। মেঘার পরামর্শ মত ওম ঠিক করে আগের বার বোলপুরে গিয়ে যা যা হয়েছিল এইবার সেই সব ঘটনার পুনরায় অভিনয় করে বৃষ্টির (অনুমিতা দত্ত) স্মৃতি ফেরানোর চেষ্টা করা হবে। এই রিসর্টে আসার পরে হোলির অনুষ্ঠানের মধ্যে এবং তার পরেও একাধিক বার বৃষ্টিকে মারার চেষ্টা করে অজ্ঞাত কোন আততায়ী। শেষবার বৃষ্টিকে বাঁচানোর জন্য আবির আর আততায়ী মুখোমুখি। তার পরের গল্প দেখা যাবে ধারাবাহিকে।


আরও পড়ুন: Satish Kaushik Funeral: অন্তিম যাত্রায় পরিচালক সতীশ কৌশিক, প্রিয় অভিনেতাকে বিদায় জানালেন রণবীর কাপুর


মজার বিষয়, এই গল্পে আবির চট্টোপাধ্যায় অভিনয় করবেন নিজের ভূমিকাতেই। এমনকি তাঁর নামও বদলানো হয়নি। ১৩ থেকে ১৯ তারিখের মধ্যে সান বাংলায় সাথীর যে এপিসোডগুলি সম্প্রচারিত হবে সেখানে দেখা যাবে আবিরকে।


প্রসঙ্গত, গরমের ছুটিতেই মুক্তি পাবে আবিরের নতুন ছবি 'ফাটাফাটি' (Fatafati)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। আবিরের বিপরীতে প্রথমবার দেখা যাবে ঋতাভরী চট্টোপাধ্যায় (Ritabhari Chatterjee)-কে। তাঁর উত্থানও ধারাবাহিকের হাত ধরেই।