GHMC Election Results 2020 LIVE: গ্রেটার হায়দরাবাদ পুরসভা ভোটের ফলে এগিয়ে টিআরএস, চমক বিজেপির, ওয়েইসির মিম নামল তিনে

শুরুতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিললেও গণনা পর্বের অনেকটা পেরিয়ে আসার পর দেখা যাচ্ছে, তেলঙ্গানায় ক্ষমতাসীন কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) তা অনেকটাই রুখে দিয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Dec 2020 08:18 PM
তবে শেষ পর্যন্ত দিনের শেষটা বিজেপি নেতাদের কাছে বিরাট খুশির খবর নিয়ে এল। সকালে ভাল শুরু করে একসময় তিনে নেমে গিয়েছিল তারা। কিন্তু সন্ধ্যায় সর্বশেষ পাওয়া ফলাফল অনুসারে, তারা চমকে দেওয়ার মতো ফল করছে। একক বৃহত্তম দল এখনও টিআরএস-ই। তারা পেয়েছে ৫৬টি আসন। যদিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরেই। বিজেপি উঠে এসেছে দ্বিতীয় স্থানে। গতবার, ২০১৬-য় তারা পেয়েছিল ৪টি ওয়ার্ড। এবার পাচ্ছে ৪৯টি ওয়ার্ড। ওয়েইসির মিম-কে তিনে পাঠিয়ে দিয়েছে তারা। মিম জিতছে ৪৩টি ওয়ার্ড। গতবারের চেয়ে খুব বেশি আসন হাতছাড়া হয়নি তাদের। তবে সব মিলিয়ে তেলঙ্গানার রাজনীতিতে বড় শক্তি হয়ে ওঠার দৌড়ে নেমে বিজেপি সফল বলাই যায়। এবার পদ্ম-শিবিরের হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন অমিত শাহ, জেপি নড্ডা, যোগী আদিত্যনাথরা। তাতে যে ফল মিলছে, তা পরিষ্কার। উল্লসিত বিজেপি নেতৃত্ব।
কংগ্রেসের হতাশাজনক ফলের জন্য কটাক্ষ করে টিআরএস বিধান পরিষদ সদস্য কে কবিতা বলেছেন, শতাব্দীপ্রাচীণ দলটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। কংগ্রেসের ভোট বিজেপিতে চলে গিয়েছে, যার বিরাট ফায়দা তুলে গেরুয়া শিবির। কংগ্রেসে সারা দিন ধরে দুটি আসনেই আটকে রয়েছে। দলের বিপুল ব্যর্থতার দায় নিয়ে তেলঙ্গানা প্রদেশ কংগ্রেল সভাপতি পদে ইস্তফা দিয়েছেন এন উত্তম কুমার।
গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচন প্রক্রিয়ায় সামিল সব রাজনৈতিক দলের কর্মী ও ভোটকর্মীদের চলতি করোনা অতিমারী আবহে এক সপ্তাহে কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিলেন তেলঙ্গানার পাবলিক হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার শাখার ডিরেক্টর ডঃ শ্রীনিবাস রাও।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী বলেন, হায়দরাবাদ থেকে আসা প্রাথমিক গতিপ্রকৃতিতে জনসাধারণের মনোভাব বদলের ইঙ্গিত মিলছে। বদলমুখী উন্নয়নের নীতিকে হারানো কঠিন। ফাঁপা চটকদারি, মিথ্যা ভাষ্যের ওপরে তারই জয় হয় সবসময়।
সর্বশেষ খবর, টিআরএস ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। এপর্যন্ত তাদের ঝুলিতে ৭০টি আসন। তাদের ঠিক অর্ধেক আসন মিমের। ৩৫টি। বিজেপি মাত্র ২০টি আসনেই আটকে রয়েছে।

প্রেক্ষাপট

হায়দরাবাদ: গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ভোটগণনায় শুরুতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিললেও গণনা পর্বের অনেকটা পেরিয়ে আসার পর দেখা যাচ্ছে, তেলঙ্গানায় ক্ষমতাসীন কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) তা অনেকটাই রুখে দিয়েছে। ১৫০ আসনের ১১২টির ফল বেরিয়েছে। তাতে টিআরএস পেয়েছে ৫৭টি আসন। বিজেপি ২৩টি। আসাদুদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) ৩০টিতে জিতেছে। কংগ্রেস পেয়েছে সাকুল্যে ২টি আসন। অন্যান্যরা একটিও পায়নি। সেদিক থেকে দেখতে গেলে ওয়েইসির দুর্গে ঢুকে পড়েছে পদ্মফুল, একথা বলা যাতে পারে। কেননা ওয়েইসির হায়দরাবাদে নিরঙ্কুশ দাপট, তিনি সেখানকার সাংসদ। টিআরএস ও মিম আগে এক জোটে ছিল। এবার তারা আলাদা লড়ে।
এর আগে প্রাথমিক ফলের প্রবণতা দেখে চাঙ্গা হয়ে উঠেছিল বিজেপি। সকালে বিজেপি সাধারণ সম্পাদক বি এল সন্তোষ ট্যুইট করে জয়ের জন্য ভাগ্যনগর ওয়ার্ডকে অভিনন্দনও জানান। লেখেন, ওয়েল ডান, ভাগ্যনগর!!! টিম বিজেপি তেলঙ্গানা দারুণ এগচ্ছে। তোমরা দারুণ দাগ কেটেছ। কিন্তু পরে ধীরে ধীরে ছবিটা বদলাতে থাকে। ক্রমশঃ টিআরএস প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে যায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.