GHMC Election Results 2020 LIVE: গ্রেটার হায়দরাবাদ পুরসভা ভোটের ফলে এগিয়ে টিআরএস, চমক বিজেপির, ওয়েইসির মিম নামল তিনে
শুরুতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিললেও গণনা পর্বের অনেকটা পেরিয়ে আসার পর দেখা যাচ্ছে, তেলঙ্গানায় ক্ষমতাসীন কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) তা অনেকটাই রুখে দিয়েছে।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Dec 2020 08:18 PM
প্রেক্ষাপট
হায়দরাবাদ: গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ভোটগণনায় শুরুতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিললেও গণনা পর্বের অনেকটা পেরিয়ে আসার পর দেখা যাচ্ছে, তেলঙ্গানায় ক্ষমতাসীন কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) তা অনেকটাই রুখে...More
হায়দরাবাদ: গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ভোটগণনায় শুরুতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিললেও গণনা পর্বের অনেকটা পেরিয়ে আসার পর দেখা যাচ্ছে, তেলঙ্গানায় ক্ষমতাসীন কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) তা অনেকটাই রুখে দিয়েছে। ১৫০ আসনের ১১২টির ফল বেরিয়েছে। তাতে টিআরএস পেয়েছে ৫৭টি আসন। বিজেপি ২৩টি। আসাদুদ্দিন ওয়েইসির অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) ৩০টিতে জিতেছে। কংগ্রেস পেয়েছে সাকুল্যে ২টি আসন। অন্যান্যরা একটিও পায়নি। সেদিক থেকে দেখতে গেলে ওয়েইসির দুর্গে ঢুকে পড়েছে পদ্মফুল, একথা বলা যাতে পারে। কেননা ওয়েইসির হায়দরাবাদে নিরঙ্কুশ দাপট, তিনি সেখানকার সাংসদ। টিআরএস ও মিম আগে এক জোটে ছিল। এবার তারা আলাদা লড়ে। এর আগে প্রাথমিক ফলের প্রবণতা দেখে চাঙ্গা হয়ে উঠেছিল বিজেপি। সকালে বিজেপি সাধারণ সম্পাদক বি এল সন্তোষ ট্যুইট করে জয়ের জন্য ভাগ্যনগর ওয়ার্ডকে অভিনন্দনও জানান। লেখেন, ওয়েল ডান, ভাগ্যনগর!!! টিম বিজেপি তেলঙ্গানা দারুণ এগচ্ছে। তোমরা দারুণ দাগ কেটেছ। কিন্তু পরে ধীরে ধীরে ছবিটা বদলাতে থাকে। ক্রমশঃ টিআরএস প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে যায়।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">