GHMC Election Results 2020 LIVE: গ্রেটার হায়দরাবাদ পুরসভা ভোটের ফলে এগিয়ে টিআরএস, চমক বিজেপির, ওয়েইসির মিম নামল তিনে

শুরুতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিললেও গণনা পর্বের অনেকটা পেরিয়ে আসার পর দেখা যাচ্ছে, তেলঙ্গানায় ক্ষমতাসীন কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) তা অনেকটাই রুখে দিয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Dec 2020 08:18 PM

প্রেক্ষাপট

হায়দরাবাদ: গ্রেটার হায়দরাবাদ পুরসভা নির্বাচনের ভোটগণনায় শুরুতে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিললেও গণনা পর্বের অনেকটা পেরিয়ে আসার পর দেখা যাচ্ছে, তেলঙ্গানায় ক্ষমতাসীন কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) তা অনেকটাই রুখে...More