ভিডিওটি তুলেছেন ওই সমুদ্রতটে ছুটি কাটাতে যাওয়া অ্যাশলে হোয়াইট নামে একজন, তাঁর বহুতলের সতেরো তলা থেকে। তাতে দেখা যাচ্ছে, দৈত্যাকৃতি একটি পাখি উপকূল থেকে সমুদ্রের ওপর উড়ে যাচ্ছে, নখে ধরা বিশালাকায় মাছ। মাছটি তখনও বেঁচে, ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। ভিডিওয় অ্যাশলে লিখেছেন, কেউ জানে এটা কী পাখি, আর ধরেই বা কী আছে? হাঙর?
কোটির বেশি মানুষ এই ভিডিও দেখেছেন, তুমুল বিতর্ক শুরু হয়েছে পাখি ও মাছের পরিচয় নিয়ে। কেউ বলছেন, এটা সামুদ্রিক বক আবার কারও ধারণা, শকুন বা ঈগল।
মাছ নিয়েও চলছে ঝামেলা। কেউ বলছেন, পাখিটা হাঙর ধরেছে, আবার কেউ বলছেন, না, এটা লেডিফিশ, টুনা বা ব্লুফিশ প্রজাতির মাছ। সব মিলিয়ে জমে উঠেছে বিতর্ক।