বেগুসরাই : কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে  'ঠুমকা' কটাক্ষ করে সমালোচনার কেন্দ্রে উঠে  এসেছিল তাঁর নাম। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ (Union Rural Development Minister Giriraj Singh) রবিবার আরও একটি মন্তব্য করে খবরের শিরোনামে। এবার মাংস খাওয়া নিয়ে গিরিরাজের বিশেষ বার্তা হিন্দুদের। কী ধরনের মাংস খাবেন, কী মাংস খাবেন না, তা নিয়ে বিশেষ বার্তা দিলেন গিরিরাজ। 


কী মাংস খাবেন না


কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী  এদিন বলেন, হিন্দুদের হালাল করা মাংস খাওয়া ছেড়ে দেওয়া উচিত। তার বদলে তাঁদের শুধুমাত্র  এক কোপে কাটা পশুর মাংসই খাওয়া উচিত। গিরিরাজ প্রভাবশালী বিজেপি নেতা। বিভিন্ন মন্তব্য ঘিরে বিতর্কের জন্য প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে তাঁর নাম।  প্রবীণ বিজেপি নেতা বেগুসরাইয়ের সাংসদ (Begusarai parliamentary constituency )। তিনি তাঁর সংসদীয় এলাকার সমর্থকদের শপথ করতে বলেন, যেন তাঁরা হালাল করা মাংস না খান। এতে তাঁদের  'ধর্ম' নষ্ট  হবে বলে মত গিরিরাজের। প্রসঙ্গত উল্লেখ্য, শুধুমাত্র হালাল মাংসই খান ইসলাম ধর্মাবলম্বীরা। তিনি বলেন, "আমি সেই মুসলমানদের প্রশংসা করি যারা শুধু হালাল মাংস খাওয়ার কথা বলে। এখন হিন্দুদের উচিত তাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্যের প্রতি অনুরূপ অঙ্গীকার প্রদর্শন করা।"   


তিনি বলেন, হিন্দুদের মাংস কাটার পদ্ধতিকে বলে ঝাটকা। যখনই হিন্দুরা কোনও পশুকে বলি দেয়, তখন তারা এক কোপেই বলি দেয়। তাই তাঁরা যেন হালাল মাংস খেয়ে নিজেদের কলুষিত না করেন, পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর। তাদের সবসময় ঝাটকা পদ্ধতি বা এক কোপে কাটা পশুর মাংসই খেতে হবে।  


তিনি একটি নতুন ব্যবসায়িক মডেলের প্রয়োজনীয়তার উপরও জোর দেন, যেখানে  শুধুমাত্র এক কোপে কাটা  মাংস বিক্রির দোকানই থাকবে।


উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগে, গিরিরাজ সিংহ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Bihar Chief Minister Nitish Kumar)কে একটি চিঠি লেখেন। সেখানে তিনি "হালাল" হিসাবে লেবেল করা খাদ্যদ্রব্য বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি চিঠি লেখেন।  উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকার এই নিয়ম জারি করেছে সে-রাজ্যে। 


এছাড়াও রবিবার গিরিরাজ তাঁর বক্তব্যে রাহুল গাঁধীকে কটাক্ষ করেন, সংসদে হামলা নিয়ে তাঁর বিলম্বিত প্রতিক্রিয়া নিয়ে। তিনি বলেন, 'এই প্রথম রাহুল গাঁধী ' টুকড়ে টুকড়ে ' গ্যাংকে সমর্থন জানালো এমন নয়। এর আগেও জেএনইউতে রাষ্ট্রদোহী স্লোগান তোলা পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছিলেন' 


আরও পড়ুন :


 ভুল দিকে আয়না ডেকে আনে সর্বনাশ! ঘরে আয়না রাখার নিয়ম-কানুন জানা আছে?