তিনি আরও লেখেন, ‘শাহিন বাগের আন্দোলনকারীরা অরবিন্দ কেজরীবালের সমর্থনে নেমেছেন। দিল্লিবাসীর কাছে আমার আবেদন, শাহিন বাগকে রুখে দিতে, দিল্লিকে ইসলামিক অঞ্চল হওয়ার হাত থেকে বাঁচাতে বেরিয়ে আসুন। বিজেপিকে ভোট দিন।’
গিরিরাজ আরও লেখেন, ‘দিল্লির মানুষ জানেন, কারা শাহিন বাগের পাশে আছে, কারা হিন্দুস্তানের পক্ষে। এবার দিল্লি বিজেপির পক্ষে রায় দেবে।’
অন্যদিকে দিল্লি ভোটের একদিন আগেই গিরিরাজ সিংহ সহ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে টাকা ও মদ বিলি করার অভিযোগ তোলেন আপ নেতা সঞ্জয় সিংহ। তিনি বলেন, ভোটের প্রচারের সময় উত্তেজক ভাষণ দিয়ে বিজেপি তো নির্বাচনী বিধিভঙ্গ করেছেই, এবার টাকা ও মদ বিলি করছেন গিরিরাজ সিংহ ও অন্যান্য বিজেপি নেতারা।