নয়া দিল্লি  : আরও বিপাকে বিমান সংস্থা ‘গো ফার্স্ট’। এবার দেউলিয়া বিমান সংস্থাটিকে সমস্যায় ফেলল তাদের ২০ টি বিমানের লিজ- দাতারা (  Lessors )। DGCA কে তারা জানাল, নিবন্ধনমুক্ত বা রেজিস্ট্রেশন বাতিল deregister ) করার অনুরোধ জানাল তারা।  Directorate General of Civil Aviation লিজ- দাতাদের বিষয়ে বিস্তারিত তথ্যপ্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে।

  


আইন অনুসারে, ডিজিসিএকে এরকম অনুরোধ আসার পাঁচ কাজের দিনের মধ্যে একটি বিমানের নিবন্ধনমুক্ত করার পদ্ধতি শুরু করতে হয়। কোনও লিজ- দাতা এই ধরনের  অনুরোধ পাঠানোর পর নিয়মই হল সেই অনুরোধ  ওয়েবসাইটে বিশদে প্রকাশ করতে হয়। গো ফার্স্ট এ বিষয়ে আইনি চ্যালেঞ্জের পরিকল্পনা করছে কিনা তা জানা যায়নি।


প্রেক্ষাপট                                           


মঙ্গলবার পর্যন্ত সব উড়ান বাতিল ,  বৃহস্পতিবারই বিমান সংস্থা ‘গো ফার্স্ট’-এর তরফে জানানো হয়েছে এ কথা । এই পদক্ষেপের পর যাত্রী-দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ যাত্রীদের টিকিটের ভাড়া ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর সংস্থার তরফে যাত্রীদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। 


বুধবারই নিজেদের ‘দেউলিয়া’ ঘোষণা করে ‘গো ফার্স্ট’ । তার আগে বিমান সংস্থাটি জানায়,  ৩ এবং ৪ মে সমস্ত উড়ান বাতিল করা হচ্ছে। 


মঙ্গলবার একটি বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছিল,  তাদের সমস্যাগুলি সমাধান হয়ে গেলে শীঘ্রই তারা উড়ান চালু করতে চায়। 


দীর্ঘ ১৭ বছর ধরে বিমান পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত Go First. অন্তর্দেশীয় বিমানযাত্রার হার যে সময় সর্বোচ্চ স্তরে, সেই সময়ই নিজেদের দেউলিয়া ঘোষণা করে তারা।  এ প্রসঙ্গে TAAI-এর প্রেসিডেন্ট জ্যোতি ময়াল বলেন, "গ্রীষ্মের ছুটি পড়ছে। এই সময় টিকিটের চাহিদা সবচেয়ে বেশি হয়। এমন সময়েই নিজেদের দেউলিয়া ঘোষণা করল Go First. তাই টিকিটের দাম ঊর্ধ্বমুখী হবেই। আগামী কয়েক সপ্তাহেই টিকিটের দাম বাড়বে।"


নিজেদের দেউলিয়া ঘোষণা করে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-র কাছে সেই মর্মে আবেদন জমা দিয়েছে Go First। স্বেচ্ছায় দেউলিয়া ঘোষণার আইনি প্রক্রিয়া চালু করতে আবেদন জানায় তারা। এ ক্ষেত্রে টিকিটের টাকা গ্রাহকদের ফেরত দেওয়া নিয়েও আশঙ্কা দেখা দেয়,  গ্রাহকরা টাকা ফেরত না পেলে ট্রাভেল এজেন্টদেরও তার আঁচ সইতে হবে বলে TAAI আশঙ্কাপ্রকাশ করে । তবে বিমান সংস্থা যাত্রীদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে।