কলকাতা: মার্কিন প্রেসিডেন্ট ভোটে এখনও ফল স্পষ্ট না হওয়ায় এ দেশে সোনা রুপোর দামে বড়সড় পতন হল। এমসিএক্সে সোনার ডিসেম্বর ফিউচার প্রাইস ১০ গ্রামে ০.৮৫ শতাংশ কমে হয়েছে ৫১,১৬০ টাকা। রুপোর দামও ২ শতাংশ কমে হয়েছে কেজি প্রতি ৬১,৩৮০ টাকা।
আগের সেশনে সোনা-রুপো উভয়েই ১ শতাংশের বেশি করে লাভ করেছিল। কিন্তু বাজারে ইউএস ডলারের দাম বাড়ায় আন্তর্জাতিক বাজারেই কমেছে সোনার দাম। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ভোটে স্পষ্ট ফল এখনও না আসায় তার প্রভাব পড়েছে সোনা-রূপোর দামে। আউন্সে সোনার দাম এখন ১,৮৯৪.৩৩ ডলার, কমেছে ০.৮ শতাংশ। রুপোর দাম ০.২ শতাংশ কমে হয়েছে আউন্স পিছু ২৪.১১ ডলার। প্লাটিনামের দামও ০.৫ শতাংশ কমেছে, হয়েছে ৮৬১.৯০ ডলার ও প্যালাডিয়ামের দাম ১.১ শতাংশ কমে হয়েছে ২,২৫৬.৮৮ ডলার। এ বছর এখনও পর্যন্ত এ দেশে সোনার দাম ৩০ শতাংশের মত বেড়েছে
কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম ৫২,০৩০ টাকা ও ১০ গ্রাম, ২২ ক্যারাট গয়নার সোনার দাম ৪৯,৩৬০ টাকা। প্রতি কেজি রুপোর দাম ৬২,০৫০ টাকা ও প্রতি কেজি খুচরো রুপোর দাম ৬২,১৫০ টাকা।
সোনায় বিনিয়োগকারীরা এখনও এই সপ্তাহে ফেডারেল রিজার্ভ ও ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের বৈঠকের জন্য অপেক্ষা করছেন, তাঁদের আশা, বৈঠকের পর বাজার একটু চাঙ্গা হবে।
বিরাট পতন সোনার দামে, রেকর্ড উচ্চতা থেকে পড়ল ৬০০০ টাকা, মন্দা রুপোর বাজারেও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Nov 2020 11:46 AM (IST)
সোনায় বিনিয়োগকারীরা এখনও এই সপ্তাহে ফেডারেল রিজার্ভ ও ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের বৈঠকের জন্য অপেক্ষা করছেন, তাঁদের আশা, বৈঠকের পর বাজার একটু চাঙ্গা হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -