ভুবনেশ্বর: বালেশ্বরের ভয়াবহ দুর্ঘটনার ক্ষত এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তারমধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা ওড়িশায়। বুধবার জাজপুর-কেওনঝড় রোড স্টেশনের কাছে একটি মালগাড়ি সাত শ্রমিকের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে।  তিনজন গুরুতর আহত হয় অবস্থায় চিকিৎসাধীন। 


বালাসোর ট্রেন দুর্ঘটনার ঘা দগদগে। বহু মৃহদেহ এখনও শনাক্ত করা যায়নি। বহু পরিবার এখনও খোঁজ পায়নি কাছের মানুষের। কিছু পরিবার প্রিয়জনের প্রাণহীন দেহের অপেক্ষায়। এরই মধ্যে একের পর এক  দুর্ঘটনা সেই  ওড়িশাতেই। দিন দুয়েক আগেঅ আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে গিয়েছিল বলে খবর। ঘটনাটি ঘটেছে বারগড় জেলায়। 


কয়েকটি ওয়াগন লাইনচ্যুত


সূত্রের খবর, বারগড়ে চুনাপাথর বহনকারী একটি পণ্যবাহী ট্রেনের বেশ কয়েকটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই আপাতত খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।