নয়া দিল্লি: গোরক্ষনাথ মন্দিরে হামলায় দোষী মুর্তজা আব্বাসিকে মৃত্যুদণ্ড দিল লখনউয়ের বিশেষ এনআইএ আদালত। গত বছর এপ্রিলে উত্তরপ্রদেশের গোরক্ষনাথ মন্দিরে মোতায়েন নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন মুর্তজা। মুর্তজার বিরুদ্ধে UAPA-এর অধীনে মামলা করা হয়েছিল এবং তাকে সন্ত্রাসবাদী হিসেবেই দোষী সাব্যস্ত করা হয়েছিল।                                   

  


গোরক্ষনাথ মন্দির হামলার ঘটনায় ৬০ দিনের বিচার বিভাগীয় তদন্তে আহমেদ মুর্তজা আব্বাসিকে এনআইএ আদালত আইপিসির ১২১ ধারার অধীনে মৃত্যুদণ্ড এবং আইপিসির ৩০৭ ধারার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই বিষয়ে তদন্ত করতে গিয়ে এনআইএ জানতে পারে যে গোরক্ষনাথ মন্দিরের হামলাকারীও নেপালে গিয়েছিল। পুলিশ তার কাছ থেকে অনেক সন্দেহজনক নথিও পেয়েছে বলে সূত্রের খবর।                          


প্রসঙ্গত, এফআইআরে বলা হয়েছিল, গত বছর ৩ এপ্রিল জোর করে গোরক্ষনাথ মন্দিরে প্রবেশের চেষ্টা করেছিলেন মুর্তজা। তাঁকে বাধা দিলে নিরাপত্তারক্ষীদের ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করেন। ঘটনায় আহত হন দু’জন পুলিশ কর্মী। সোমবার শুনানির জন্য মুর্তজা আব্বাসকে কড়া নিরাপত্তার মধ্যে লখনউয়ের NIA/ATS আদালতে আনা হয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে যোগ ছিল মুর্তজার। জঙ্গি দলের সদস্যদের আর্থিক সাহায্য দিতেন তিনি। জেরায় এই তথ্যই উঠে এসেছিল বলে জানিয়েছেন এডিজি।                                                


আরও পড়ুন, টেট পরীক্ষার্থীদের ওএমআর শিট কীভাবে কুন্তল ঘোষের বাড়িতে? বিস্ময়প্রকাশ বিচারপতির


উল্লেখ্য,  ২০১৫ সালে আইআইটি মুম্বই থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাশ করেন মু্র্তজা। মুর্তজার পরিবারের দাবি, ২০১৭ সালে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। একাধিকবার চিকিৎসাও চলে তাঁর। ২০১৮ সাল নাগাদ এই রোগটি ভয়াবহ রূপ নেয়। চাকরির পেলেও মুর্তজা দুই মাস কাজে যায়নি। তার চিকিৎসা করেও কোনও লাভ হয়নি, এমনটাই খবর।