সৌভিক মজুমদার, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Teacher Recruitment Scam) ধৃত যুব তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। ইডি (ED) সূত্রে খবর, কুন্তলের রাজারহাটের (Rajarhat) ফ্ল্যাট থেকে প্রায় ২০০টি ওএমআর (OMR) শিট পাওয়া গেছে। ইডি (ED) সূত্রে দাবি, যার মধ্যে রয়েছে ২০২২ সালের টেট (TET)-এর ৩০টি OMR শিটও। এই ঘটনা নিয়েই বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।                         


এদিন আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কী করে কুন্তলের কাছে গেল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড?' এরপর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আদালতে বলা হয়, 'আমরা বিস্মিত। নিরাপত্তা নিশ্চিত করার এত চেষ্টা করার পরেও এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছে। কুন্তল ঘোষের কাছ থেকে ১৮৯টি OMR শিট এবং অ্যাডমিট কার্ড পাওয়া গেছে। আমরা OMR শিটের কপি পরীক্ষার্থীদের দিয়েছি। কারণ, যখন ফলাফল বের হবে, তখন যেন প্রার্থীরা উত্তর যাচাই করতে পারেন। কোনও প্রার্থী যদি এগুলো জেরক্স করে কাউকে দেন, আমরা কি করতে পারি? আমাদের তরফ থেকে কোনও খামতি নেই। আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।' 


বিচারপতি বলেন, কিছু দালাল এখনও চাকরি বিক্রির চেষ্টা করছে, আর কিছু দালাল তাদের আড়াল করার। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এও বলেন, 'কারা বসে রয়েছে পর্ষদে ? কী করে হয় দুর্নীতি? কেউ নিজে কিছু করবে না , আদালত করলে তাকেই কাঠগড়ায় দাঁড় করাবে। কাউকে রেয়াত করা হবে না। অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দুর্নীতি ঢাকার চেষ্টা বরদাস্ত নয়'।                                


আরও পড়ুন, ২০২২ এর ওএমআর শিট মিলল কুন্তল ঘোষের বাড়ি থেকে! বাজেয়াপ্ত করল ইডি


এদিকে, কুন্তল ঘোষের বাড়ি থেকে এবার ওএমআর শিট বাজেয়াপ্ত করল ইডি। তার মধ্যে ৩০টি ওএমআর শিট ২০২২ সালের। বেশ কিছু পুরনো ওএমআর শিটও বাজেয়াপ্ত করেছে ইডি। 'আরটিআই-এর মাধ্যমে পেয়েছেন ওএমআর শিট', জেরার মুখে দাবি করেন কুন্তল ঘোষ, এমনটাই খবর ইডি সূত্রের। পাশাপাশি যখন ইডির আধিকারিকদের তরফে প্রশ্ন করা হয় যে, কেন আরটিআই করেছিলেন, তার কোনও জবাব দেননি কুন্তল। এমনকী, আরটিআই করার কোনও প্রমাণও দেখাতে পারেননি কুন্তল, খবর সূত্রের।